আওয়ার ইসলাম: উদ্বোধন হয়ে গেলো অনলাইন সংবাদ মাধ্যম আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম আয়োজিত ‘মুক্ত পেশাজীবী, তরুণ আলেম, ইমাম-খতীব ও মাদরাসা শিক্ষার্থীদের জন্য আরবির সঙ্গে মিল রেখে ফুল ইংলিশ স্পোকেন কোর্স। উদ্বোধন করেন ইনকিলাব পত্রিকার সহকারী সম্পাদক মাওলানা উবায়দুর রহমান নদভী।
আজ শুক্রবার (১০ অক্টোবর) মাহবুব প্লাজা-ক্যাফে বাগদাদ ভবন (ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি) ৬ ষ্ট তলা, তোপখানা রোড, ঢাকায় এর উদ্বোধন করা হয়।
এতে উপস্থিত ছিলেন, আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ূন আইয়ূব, ইসলামী লেখক ফোরাম এর সাধারণ সম্পাদক মাওলানা মুনীরুল ইসলাম ও কোর্স পরিচালক জুবায়ের আহমদ। এছাড়া কোর্সে অংশ নেয়া শিক্ষার্থীদের উপচেপড়া ভীড় ছিলো সেখানে।
কোর্সে মোট ক্লাস সংখ্যা থাকছে ২৫টি। মেয়াদ তিন মাস। ক্লাসের সময় : প্রতি শুক্রবার দুপুর ২.০০টা-বিকাল ৫.৩০ মিনিট পর্যন্ত। স্থান: মাহবুব প্লাজা-ক্যাফে বাগদাদ ভবন (ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি) ৬ ষ্ট তলা, তোপখানা রোড, ঢাকা। (পূর্ণাঙ্গ শীতাতপ নিয়ন্ত্রিত, ডিজিটাল, ভিআইপি ক্লাসরুম)
কোর্স থেকে যা পাওয়া যাবে?
*কোর্স শেষে ছাত্ররা সবধরনের বাক্য ইংরেজিতে শুদ্ধ উচ্চারণে বলতে, লিখতে ও বুঝতে পারবে ইনশাআলাহ।
*দেশের সবচাইতে সহজ এবং সর্বাধুনিক পদ্ধতিতে ক্লাস নেওয়া হবে।
* কোর্স শেষে সার্টিফিকেট দেওয়া হবে।
* প্রতি ক্লাস শেষে অত্যন্ত মানসম্মত শিট দেওয়া হবে।
* ইংরেজিতে ব্যাপক অনুশীলন/তামরিনের ব্যবস্থা থাকবে।
এমডব্লিউ/