সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

মাদরাসা শিক্ষার্থীদের খেলাধুলা: কী বলছেন আলেমরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী।।
স্পেশাল করেসপন্ডেন্ট>

পরিসংখ্যান অনুযায়ী সারাদেশে প্রায় ২০ হাজার মাদরাসা রয়েছে। এসব মাদরাসাগুলোতে শিক্ষারত শিক্ষার্থীদের সংখ্যা প্রায় ৪০ লাখের কাছাকাছি। নিয়মতান্ত্রিক পড়াশোনা ও আত্মশুদ্ধিতেই সীমাবদ্ধ থাকছে অধিকাংশ মাদ্রাসার কার্যক্রম। তালিম ও তরবিয়তের বাইরে শরীরচর্চা ও খেলাধুলাকে অধিকাংশ মাদ্রাসায় এখনো অন্যায় হিসেবে বিবেচ্য।

এদিকে স্বাস্থ্য বিজ্ঞানীরা বলছেন, মানুষের দেহ ও মন সতেজ রাখতে প্রতিনিয়ত খেলাধুলা অথবা শরীর চর্চার গুরুত্ব অপরিসীম। এতে করে মানুষের দুশ্চিন্তা হ্রাস পায়। অন্যদিকে এর মাধ্যমে শরীরের ব্যায়ামও হয়। স্কুল-কলেজ ও ইউনিভার্সিটির শিক্ষার্থীদের চেয়ে মাদরাসা পড়ুয়া শিক্ষার্থীদের জন্য খেলাধুলা ও শরীরচর্চা আরো বেশি জরুরি বলে মনে করেন চট্টগ্রাম ওমরগণি কলেজের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. আ ফ ম খালিদ হোসাইন।

তার মতে, মাদরাসা শিক্ষার্থীদের জন্য খেলাধুলা ও শরীরচর্চা স্কুল-কলেজের তুলনায় অধিক জরুরি। স্কুল-কলেজের শিক্ষার্থীরা গ্রামের বাড়ী থেকে পায়ে হেঁটে অথবা সাইকেল চালিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাশ করতে আসে। ফলে তাদের নিয়মিত কিছুটা হলেও ব্যায়াম হয়ে যায়। পক্ষান্তরে মাদরাসা শিক্ষার্থীগণ বোর্ডিংয়ে অবস্থান করে ক্লাশ করে থাকে। শরীরচর্চার পর্যাপ্ত সুযোগ তাদের থাকে না। আমি মনে করি, খেলাধুলার মাধ্যমে তা পুরণ করার সুযোগ আছে।

ভারত-পাকিস্তান ও বাংলাদেশের বহু মাদরাসায় আছরের পর থেকে মাগরিব পর্যন্ত খেলাধুলার অনুমতি রয়েছে। শিক্ষার্থীরা সে সুযোগ গ্রহণ করে। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা করে তাদের ঘুম ভালো হয়, মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে, ক্লান্তি দুর হয়, ক্ষুধামন্দার অবসান ঘটে এবং লেখাপড়াতেও মন বসে প্রফুল্লতার সাথে।

মাদরাসাগুলোতে খেলাধুলার প্রতি এ ধরনের কড়াকড়ি ভালো চোখে দেখছেন না তরুণ আলেম সমাজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের সহকারী অধ্যাপক ড. মাওলানা হুসাইনুল বান্না মনে করেন, ‘কওমি অঙ্গনে নানা পরিবর্তন হলেও এখনো পর্যন্ত খেলাধুলা বা শরীরচর্চার পরিবেশ তৈরি হয়নি। এর পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছি আমরা। শিক্ষার্থীদের খেলার মাঠ উপহার না দিয়ে বরং খেলাধুলার প্রতি নিষেধাজ্ঞা আরোপ করছি। এতে করে কখনো কখনো শিক্ষার্থীরা মানসিক এবং দৌহিক নানা ধরনের অসুস্থতায় ভোগে। অতি শিগগিরই আমাদের এ ধরনের মানসিকতা থেকে বেরিয়ে এসে প্রতিটি বিদ্যালয় প্রাঙ্গণ শিক্ষার্থীদের জন্য উম্মুক্ত করে দেওয়া উচিত।’

যে সমস্ত খেলাধুলা বা শরীরচর্চায় আদব রক্ষা করা যায় সে সমস্ত খেলায় ছাত্রদের সঙ্গে শিক্ষকরাও সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে মাঠে নামতে পারেন বলে অভিমত দিয়েছেন বাংলাদেশ ইসলামি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজের সহকারী অধ্যাপক ড. মাওলানা জাকারিয়া নুর।

তিনি মনে করেন, ‘মাদরাসা শিক্ষার্থীরা সারাদিন বসেই পড়াশোনা করে। এতে করে এক সময় তাদের একঘেয়েমি চলে আসে। এর প্রভাব তাদের মন ও শরীরে পড়ে। বর্তমান স্বাস্থ্য বিজ্ঞানীরা বলছেন মানুষের মেধা ও মনন বিকাশে শরীরচর্চা ও খেলাধুলা অপরিহার্য। প্রায় প্রতিটি মাদ্রাসার পাশেই খেলার মাঠ থাকে। চাইলেই ছাত্রদের সেখানে খেলার অনুমতি দিতে পারেন মাদ্রাসা কর্তৃপক্ষ।

যেসব খেলাধুলা শরীয়ত অনুমোদিত, যেমন পাজামা পড়ে ফুটবল, ভলিবল, ক্রিকেট, বেডমিন্টন, হাডুডু, রেসলিং, সাইকেল প্রতিযোগিতা ইত্যাদি খেলাধুলায় ছাত্রদের সাথে শিক্ষকরাও অংশগ্রহণ করতে পারেন। তাতে তাদের মন আরও উৎফুল্ল হয়ে উঠে। তারা শিক্ষকদের আরো ভালোবাসতে শুরু করে। আপন ভাবতে শুরু করে।

আওয়ার ইসলামের সঙ্গে আলাপকালে বিশেষজ্ঞ তিনজনই নিয়মতান্ত্রিকতা এবং সময়সীমার প্রতি গুরুত্বারোপ করেছেন। তারা বলেন, খেলাধুলা বা শরীরচর্চা অবশ্যই যেন নিয়ম মোতাবেক ও আদবের সাথে হয়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ