অনুবাদ: আব্দুল্লাহ নোমান।।
অনেক লোক এমন মনে করেন যে, আশুরার দিনের বিশেষ ফজিলতের কারণ হলো সেদিন রাসুল সা. এর নাতি হুসাইন রা. শাহাদত লাভ করেছেন। এই শাহাদতের ঘটনার কারণে আশুরার দিন মর্যাদা ও সম্মানের অধিকারী হয়েছে।
এমন ধারণা সঠিক নয়। কারণ রাসুল সা. এর জীবিত থাকাকালেও আশুরার দিনকে সম্মানিত জ্ঞান করা হতো এবং রাসুল সা. আশুরার দিনে কী করণীয় তা সাহাবীদের জানিয়েছেন। আর কোরআনেও এ দিনকে সম্মানিত ঘোষণা করা হয়েছে। অথচ হজরত হুসাইন রা. এর শাহাদাতের ঘটনা রাসুল সা. এর ইন্তেকালের প্রায় ষাট বছর পর সংঘটিত হয়েছে।
তাই একথা সঠিক নয় যে শাহাদতের ঘটনার কারণে এদিন সম্মানিত হয়েছে। বরং এই মহান দিনে শাহাদত লাভ করা হজরত হুসাইন রাজি. এর মর্যাদার দলিল। কারণ আল্লাহ তায়ালা এমন এক বিশেষ দিনে তাঁকে শাহাদত লাভে ধন্য করেছেন, যা পূর্ব থেকেই পবিত্র ও সম্মানিত হিসেবে স্বীকৃত ছিলো। মোটকথা, আশুরার দিন বিশেষ সম্মানিত একটি দিন। সূত্র: ইউটিউব
-এটি