সুফিয়ান ফারাবী
স্পেশাল করেসপন্ডেন্ট>
জামিয়া ইসলামিয়া দারুল উলুম সাভারের বয়স মাত্র চার বছর। এর মধ্যেই নানা মহলে সাড়া ফেলেছে মুফতি মাহফুজ হায়দার কাসেমী প্রতিষ্ঠিত দীনী এদারাটি। পরপর চার বছরই বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের মেধাতালিকায় স্থান করে নিয়েছে জামিয়া ইসলামিয়া দারুল উলুম সাভার।
তাইসির থেকে মিশকাত পর্যন্ত মাদরাসাটির ছাত্ররা বোর্ডের প্রতিটি পরীক্ষায় শতভাগ সফলতার সাথে উত্তীর্ণ হওয়ার পাশাপাশি দেশের শীর্ষ মেধাবীদের তালিকা নাম লেখাতে সক্ষম হয়েছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আওয়ার ইসলামকে জানানো হয়েছে, প্রতিষ্ঠাকালীন সময় থেকে এ যাবৎ তাদের উল্লেখযোগ্য অর্জনের মধ্যে প্রতিবছরই ছাত্ররা মেধা তালিকায় স্থান পেয়েছে।
প্রথম বছর শতভাগ পাসের পাশাপাশি ২ জন মেধাতালিকায় স্থান পেয়েছিল শুধুমাত্র একটি জামাত থেকে। দ্বিতীয় বছর একটি জামাত থেকে দুজন বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মেধা তালিকায় ছিল। তৃতীয় বছরে একজন এবং চতুর্থ বছরে চারজন মেধাতালিকায় সফলতার সঙ্গে নাম উঠাতে সক্ষম হয়েছিল।
এছাড়া নিজস্ব ভবনে প্রতিষ্ঠিত মাদ্রাসাটি ছাত্রদের উন্নত স্বাস্থ্যসম্মত খাবার, উন্নত আবাসন ব্যবস্থার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।
আদর্শ নূরানী মক্তব, আন্তর্জাতিক মানের হেফজুল কোরআন বিভাগ ও বহির্বিশ্বে পড়ুয়া শিক্ষকদের দ্বারা পাঠদান মাদরাসাটির অনন্য বৈশিষ্ট্য।
মাদরাসা সম্পর্কে প্রতিষ্ঠাতা ও মুহতামিম মুফতি মাহফুজ হায়দার কাসেমী আওয়ার ইসলামকে জানান, আমরা শুরু থেকেই ছাত্রদের ইলম ও আমলের প্রতি সর্বোচ্চ গুরুত্বারোপ করে আসছি। যার ফলে আলহামদুলিল্লাহ প্রতিবছর আশানুরূপ ফলাফল করছে আমাদের ছেলেরা। শেষ রাতে ছাত্রদের নিয়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাই। তার কাছে শুধু একটি আরজি জানাই, হে দয়াময়, এ প্রতিষ্ঠানটিকে তুমি কবুল করো, যেমন কবুল করেছ দারুল উলুম দেওবন্দকে।
আমার বিশ্বাস আমাদের এক ঝাঁক নবিন ও অভিজ্ঞ শিক্ষকদের নেগরানি, ছাত্রদের পরিশ্রম এবং আমাদের সকলের শেষরাতের দুফোঁটা অশ্রু আমাদের প্রতিবছর ভালো ফলাফল পাওয়ার উপায়। ইনশাল্লাহ আগামীতেও আমাদের শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে সফলতার সাথে। শিক্ষা ও দীক্ষার সমন্বয়েই আমাদের কার্যক্রম চালিয়ে নেব। ইনশাআল্লাহ।
যোগাযোগ: মুফতি মাহফুজ হায়দার কাসেমী
মোবাইল নাম্বার: ০১৮৬৮৭৪৮৫৫৮, ০১৯১৯৬৯২৩৯১
যাতায়াত ব্যবস্থা: ক্যাম্পাস-১: আইচানোয়াদ্দা কালভার্ট সংলগ্ন, সাভার, ঢাকা। ক্যাম্পাস-২: দেশের যেকোনো প্রান্ত থেকে সাভার বাসস্ট্যান্ড নেমে জাতীয় অন্ধ সংস্থা কল্যাণ মার্কেটের পূর্ব-দক্ষিণ পাশে কাঠাল বাগান জামে মসজিদ সংলগ্ন। সাভার ঢাকা।
-এএ