রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


আল আযহারে এবারও শীর্ষে বাংলাদেশি ছাত্ররা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল আযহার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় প্রতিবছরের ন্যায় এবারও শীর্ষে রয়েছে বাংলাদেশি ছাত্ররা। বিশ্ববিদ্যালয়ের আওতাধীন HSC ও SSC (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) পরীক্ষায় বাংলাদেশি ছাত্ররা এ সাফল্য অর্জন করেন।

জানা যায়, এবার আল আযহার বিশ্ববিদ্যালয়ের আওতাধীন الشهادة الثانوية/HSC (উচ্চ মাধ্যমিক) পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকার প্রথম দশের তিন জনই বাংলাদেশি ছাত্র। তারা ১০৫ টি দেশের ছাত্রদের সাথে পরীক্ষা দিয়ে এ সাফল্য লাভ করেছেন।

মেধা তালিকায় থাকা ছাত্ররা হলেন, মুহাম্মাদ জাওয়াদ আহমাদ সৌরভ (প্রথম স্থান), নাঈম নাজির বিন নাজিরুল ইসলাম (দ্বিতীয়) ও উসামা বিন শফিক (দশম) স্থান অধিকারী।

আর الشهادة الإعدادية/SSC (মাধ্যমিক পরীক্ষায়) সম্মিলিত মেধাতালিকায় প্রথম ১০ জনের দুই জনই বাংলাদেশি ছাত্র। তারা হলেন, আরমান কবির (৫ম) ও শায়খ আব্দুল আহাদ (৬ষষ্ঠ) তম স্থান অধিকারী।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর