আওয়ার ইসলাম: করোনা মহামারির কারণে স্কুল বন্ধ থাকায় বিশ্ব এক ‘প্রজন্মগত বিপর্যয়ের’ মুখে রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস।
আজ মঙ্গলবার ভিডিও কনফারেন্সে জাতিসংঘের একটি অনুষ্ঠানে তিনি এই সতর্কবার্তা দিয়েছেন।
জাতিসংঘ মহাসচিব বলেছেন, শিক্ষার্থীদের নিরাপদে শ্রেণিকক্ষে ফিরিয়ে নেওয়াই হবে এখন ‘অন্যতম শীর্ষ অগ্রাধিকার’। লকডাউনের কারণে অন্তত চার কোটি শিশুর জীবন থেকে স্কুলপূর্ব সময় হারিয়ে গেছে।
তিনি বলেন, মহামারি শুরুর আগেই ২৫ কোটির বেশি শিশু স্কুল থেকে ঝরে পড়েছে। তবে উন্নয়নশীলে দেশের মাত্র চতুর্থাংশ শিক্ষার্থীর মৌলিক দক্ষতা অর্জিত হয়েছে।
গুতেরেস বলেন, ‘এখন আমরা প্রজন্মগত বিপর্যয়ের মুখোমুখি হয়েছি, যেটি না বলা মানবিক সম্ভাবনাকে নষ্ট করে দিতে পারে, কয়েক দশকের প্রগতিকে নস্যাৎ করে দিতে পারে এবং সমাজে প্রোথিত অসম পরিস্থিতিকে আরও খারাপের দিকে নিয়ে যেতে পারে।’
-এটি