সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


কোরবানি বন্ধের ঘোষণা বাতিল করল জাপান গার্ডেন সিটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: অবশেষে কোরবানি বন্ধের ঘোষণা থেকে ফিরে এসেছে মোহাম্মদপুর আবাসিক এলাকার ‘জাপান গার্ডেন সিটি’ কর্তৃপক্ষ। সেখানে এবারের কোরবানি ও ঈদের নামাজ স্বাস্থ্যবিধি মেনে আদায় করা যাবে। এ মর্মে নতুন করে একটি বিজ্ঞপ্তি জারী করেছে জাপান গার্ডেন সিটি।

গত ২২ জুলাই ‘জাপান গার্ডেন সিটি ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতি’র প্যাডে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।তাতে বলা হয়েছে,  জাপান গার্ডেন সিটির অভ্যন্তরে কোরবানি বিষয়ক একটি ম্যানেজমেন্ট কমিটি গঠন করেছেন তারা। সে কমিটি কোরবানিদাতাদের সার্বিক সহযোগিতা ও বিভিন্ন পরামর্শ দিবে। যার অন্যতম- কোরবানির পশু রাখার স্থান নির্ধারন, পশু জবেহ করা ও কোরবানি শেষে সকল বর্জ্য দ্রুততার সাথে অপসারন করা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোরবানি বিষয়টির সহযোগিতার জন্য আমরা স্থানীয় কমিশনার, স্থানীয় প্রশাসন ও বিখ্যাত আলেমদের অবহিত করেছি। আমরা আশা করছি আপনাদের সহযোগিতায় প্রতিবারের ন্যায় এবারো জাপান গার্ডেন সিটির অভ্যন্তরে স্বাস্থ্যবিধি মেনে পশু কোরবানি অনুষ্ঠিত হবে ও স্বাস্থ্যবিধি মেনে আমাদের মসজিদে ঈদুল আজহার নামাজও আদায় করা হবে ইনশাআল্লাহ।

এর আগে গত ৫ জুলাই করোনার কারণে কোরবানি বন্ধের ঘোষণা দিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জাপান গার্ডেন সিটি কর্তৃপক্ষ। এরপর ১০ জুলাই আওয়ার ইসলামে এবিষয়ে একটি নিউজ প্রকাশ করে। পরে এটি বিভিন্ন গণমাধ্যমের দৃষ্টিতে আসে।তখন জাপান গার্ডেন সিটি কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরোধীতা করেন বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও ইসলামী স্কলাররা।

তারপর গত ১৯ জুলাই রাজধানীর বিভিন্ন ফ্ল্যাট মালিক সমিতি ও হাউজিং সোসাইটিতে কোরবানির পশু সংরক্ষণ ও জবাই করার সুযোগ দিতে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রিটটি করেন জাপান গার্ডেন সিটির বাসিন্দা মুহা. আব্দুল্লাহ আল মামুনের পক্ষের সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ওমর শরীফ।

-এমডব্লিউ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ