আবদুল্লাহ তামিম।।
আসন্ন হজ উপলক্ষে পবিত্র হজ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সি কাবা শরিফের গিলাফ তিন মিটার উপরে উঠানোর প্রস্তুতি শুরু করেছে।
ইসলামের সূচনা থেকে হজ উপলক্ষে হজের সময় এটাই প্রচলন ছিল। এর উদ্দেশ্য হল কাবা শরিফের নিরাপত্তা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করা। কারণ বিপুল সংখ্যক হজযাত্রী মাতাফের কিসওয়াকে স্পর্শ করার চেষ্টা করে। সেজন্য প্রায় ছিড়ে যায়। সেজন্য কাবার গিলাফকে উপরে ওঠানো হয় প্রতি বছর।
তবে এ বছর হজযাত্রীদের স্বাস্থ্য ও সুরক্ষার জন্য অন্যান্য ব্যবস্থাও নেওয়া হয়েছে। বায়তুল্লাহর চারপাশে ব্যারিকেডও রয়েছে। মাতাফে আগমনকারী মুসল্লিরা এ ব্যারিকেড পাড় করতে পারবে না। করোনা মহামারীর কারণে স্বাস্থ সুরক্ষার কথা চিন্তা করে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি স্বাস্থ অধিদপ্তর।
মসজিদ হারাম ও মসজিদ-নববীর মহা পরিচালক ড. আবদুল রহমান আল-সুদাইস এ বিষয়ে বলেন, প্রতি বছরের মত এ বছর হজ মৌসুমে কাবার গিলাফ উপরে ওঠানোর প্রস্তুতি শুরু করা হয়েছে। প্রায় ৫০ জন দক্ষ কর্মী এ উত্তোলনের কাজে অংশ নেয়।
উল্লেখ্য, করোনা ভাইরাসের কারণে এবার কাবা শরিফ স্পর্শ না করেই হজ আদায় করতে হবে। নামাজের সময় তো বটেই, কাবা শরিফ তাওয়াফের সময়ও দেড় মিটার দূরত্ব বজায় রাখতে হবে হাজিদের। রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্র (সিডিসি) এক বিবৃতিতে এসব তথ্য জানায়।
সীমিত সংখ্যক হাজি মিনা, মুজদালিফা ও আরাফাতে যাওয়ার অনুমতি পাবেন। ১৯ জুলাই থেকে শুরু হয়ে ২ আগস্ট পর্যন্ত চলবে এবারের হজ, এই সময়ে হাজি ও আয়োজকদের প্রত্যেকের জন্য সর্বদা মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।
আল-আরাবিয়া থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ