সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মুক্তির আহ্বান ওআইসি’র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: দখলদার ইসরায়েলের কারাগারে বন্দী থাকা ফিলিস্তিনিদের মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি। এ লক্ষ্যে সংস্থাটি জাতিসংঘ এবং রেডক্রসের আন্তর্জাতিক কমিটিকে অবৈধ রাষ্ট্রটির কারাগারে করোনার সংক্রমণ এড়াতে বিষয়টির ওপর জোর দেয়ার অনুরোধ জানায়।

সোমবার (২১ জুলাই) বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ প্লাটফর্ম ওআইসি এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। বিবৃতিতে শিশু, নারী, বৃদ্ধ, অসুস্থ ও রাষ্ট্রীয় আইনে নিরপরাধ বন্দীদের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।

বন্দীরা যাতে পূর্ণ মানবাধিকার পায় এবং ফিলিস্তিনিদের ওপর অব্যাহত অত্যাচার বন্ধ করতে ইসরায়েলকে চাপ প্রয়োগেরও অনুরোধ জানায় ৫৩ টি মুসলিম দেশের সম্মিলিত এই সংস্থা।

ওআইসি ইসরায়েলকে তাদের কারাগারে কয়েক হাজার ফিলিস্তিনি বন্দীর মৃত্যুর জন্য দায়ি করে। সংস্থার দাবি, দখলদার রাষ্ট্রটি বরাবরই বন্দীদের সঙ্গে মানবাধিকার লঙ্ঘন করে আসছে।

গত ১২ জুলাই কামাল আবু আ'র নামের ৪৬ বছর বয়সী এক ফিলিস্তিনি বন্দী ইসরায়েলের কারাগারে করোনা আক্রান্ত হওয়ার পর তাদের মুক্তির বিষয় সামনে নিয়ে আসলো ওআইসি। কামাল আবু আ'র এখন হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।

উল্লেখ্য, অবৈধ রাষ্ট্রটির কারাগারে অন্তত পাঁচ হাজার ফিলিস্তিনি নাগরিক আটক রয়েছেন- এদের মধ্যে ৪৩ জন নারী, ১৮০ জন শিশু এবং ৭০০ জন অসুস্থ বলে ফিলিস্তিনের বেসরকারি একটি সংগঠন জানিয়েছে। সূত্র: আনাদুলু এজেন্সি আরবি

-এএ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ