শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
১৬ টি বছর জুলুম-ষড়যন্ত্রের মধ্যে ছিল মাদরাসার ছাত্ররা: ড. শামছুল আলম  ‘সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় সংস্কার কমিশন’ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসানের ইন্তেকালে খেলাফত মজলিসের শোকপ্রকাশ কাল ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় রোজায় বাজার সহনশীল রাখার চেষ্টা করা হবে: বাণিজ্য উপদেষ্টা মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে বিএনপি মহাসচিবের শোক রাষ্ট্রপতি নির্বাচনসহ যেসব সুপারিশ সংস্কার কমিশনের বাংলাদেশিদের সুখবর দিলো ইতালি, পুনরায় ভিসা দেওয়ার সিদ্ধান্ত হাসিনা ও তার দোসরদের পুনর্বাসনে কোনো সাফাই নয়: সারজিস মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে সিলেট মহানগর জমিয়তের শোক

স্বার্থপর হওয়ার ঝুঁকি সম্পর্কে ইসলাম যা বলে!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অনুবাদ: শাফনুন কবীর>

আধ্যাত্মিক গুনাহগুলোর মধ্যে সবচেয়ে বিপজ্জনক একটি হলো স্বার্থপরতার গুনাহ: শুধু নিজের প্রয়োজনের/চাহিদার ব্যাপারে ভাবা নিজের প্রতি যত্নবান হওয়া এবং কখনোই অন্যদের প্রয়োজনের প্রতি যত্নবান না হওয়া বা গুরুত্ব না দেয়া।

আল-কুরআনে বলা হয়েছে, এবং মানুষের মধ্যে কৃপণতা বিদ্যমান রয়েছে। (সূরা আন-নিসা, ১২৮ নং আয়াত; ৪:১২৮) অর্থাৎ মানুষ হিসেবে আমাদের প্রকৃতিগত স্বভাব এটাই যে আমরা স্বার্থপর এবং আমাদের এই স্বভাবের বিরোধিতা করতে হবে ও সহানুভূতিশীল হতে হবে।

এটা খুবই কৌতূহলের একটি বিষয় যে এই উপরক্ত আয়াতের অংশবিশেষ আসলে বৈবাহিক কোলাহল সংক্রান্ত কিছু আয়াতের মধ্যে এসেছে অর্থাৎ বিশেষ করে, স্বামী ও স্ত্রী একে অপরের প্রয়োজনের প্রতি অসহনুভূতিশীল ও স্বার্থপর হওয়া অনুচিত। বাস্তবিকপক্ষে, নিজের স্বার্থপরতার উপরে জয়লাভ করা ধার্মিকতার ও বদান্যতার অংশ। যেটার ব্যাপারে আল্লাহ বলেছেন, যাদের মনের কার্পণ্য থেকে রক্ষা করা হয়েছে, তারাই সফলকাম। (সুরাতুল হাশর, আয়াত ৯; ৫৯:৯)

আমাদের রাসুল সা. বলেছেন, তোমরা কৃপণতাকে ভয় কর। কেননা কৃপণতার কারণে তোমাদের পূর্ববর্তী লোকেরা ধ্বংস হয়েছে। (সুনান আবু দাউদ, কিতাব আল-যাকাত, হাদিস ১৪৩)

অবশ্যই, কোন একটি পর্যায়ে আমাদের নফস ঠিকই আমাদের বলে নিজস্ব প্রয়োজন ও চাওয়াগুলোকে অন্যদের উপরে গুরুত্ব দিতে। ঠিক এখানেই ভালোবাসা টেনে আনার খুবই প্রয়োজন যখন আপনি সত্যিই অন্য কাওকে ভালোবাসবেন, সেই মানুষের চাওয়া ও প্রয়োজন আপনার নিজেরগুলোর আগে প্রাধান্য দিবেন। আর যখন আপনি আল্লাহ-কে ভালোবাসবেন, তখন আপনি আপনার আকাঙ্ক্ষাগুলোকে বিসর্জন দিয়ে কাজ করবেন আল্লাহর জন্যে।

একজন স্বার্থপর মানুষ অন্যদের দ্বারা ঘৃণিত যদিও বা সে মনে করে যে সে নিজেকে সবচেয়ে ভালোবাসে; আর যে মানুষ উদার ও সহানুভূতিশীল সে অন্যদের কাছে সবচেয়ে প্রিয় যদিও বা সে মনে করে যে সে অন্যদের বেশী ভালোবাসে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ