রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


উত্তরার মারকাযুল উলুম আল-ইসলামিয়ায় ভর্তি চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তরার মারকাযুল উলুম আল ইসলামিয়ায় ইফতা, আদব, মাদানী নেসাব ও অন্যান্য শাখায় কোটা পূরণ সাপেক্ষে ভর্তি চলছে।

বিভাগসমূহ: ১. ইফতা (১ বছর)। ২. আদব, (১ বছর)। ৩. কিসমুল লুগাহ (১ বছর)। ৪. মাদানি নেসাব (১ম থেকে ৪র্থ বর্ষ)। ৫. নুরানি, ৬. হেফজ।

মাদরাসার বৈশিষ্ট্যাবলী: আল্লামা মুফতি দিলাওয়ার হোসাইন এর দিকনির্দেশনা এবং হুজুরের ছাত্রদের দ্বারা পরিচালিত ইফতা বিভাগ। নিয়মিত দরস দিবেন শায়খ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের মুহতারাম নাযিমে তালিমাত মুফতি তৈয়ব। ব্যাংক, বীমা, কোম্পানি, শেয়ারবাজারসহ আধুনিক বিষয়াদির সিলেবাস ভিত্তিক পাঠদান। সমকালীন বিভিন্ন বিষয়ে মুহাযারা প্রদান।

খ্যাতিমান আরবী সাহিত্যিক মাওলানা সফীউল্লাহ ফুয়াদ সাহেবের হাতেগড়া ছাত্র দ্বারা পরিচালিত আদব বিভাগ। সার্বিক দিকনির্দেশনা এবং খণ্ডকালীন দরস দিবেন বিশিষ্ট আরবী সাহিত্যিক মাদানী নগর মাদরাসার মুশরিফ ও মুহাদ্দিস মুফতি ফারুকুজ্জামান দা.বা.। আগ্রহী ছাত্রদেরকে আরবীর পাশাপাশি বাংলা ভাষা ও সাহিত্যের হাতেকলমে পাঠদান।

বিশুদ্ধ আরবিতে কথোপকথন, বক্তৃতা ও লিখনীতে যোগ্য করে গড়ে তোলার প্রয়াস। নাহু সরফের কায়দা বাস্তব প্রয়োগের মাধ্যমে আয়ত্ব করণ। সহজ উপস্থাপনা ও উপমার মাধ্যমে তারকিবের জটিলতা নিরসন। বিষয়ভিত্তিক দরখাস্ত ও কাওয়ায়েদুল ইমলার প্রশিক্ষণ। দৈনিক রোজনামচা লেখা এবং আধুনিক আরবির পাঠদান।

মাওলানা আবু তাহের মেসবাহ দা.বা. প্রণীত মাদানি নেসাবের পূর্ণাঙ্গ অনুসরণ। শরহে বেকায়া জামাতের বেফাক পরীক্ষায় অংশগ্রহণ। সকল জামাতের ছাত্রদের আরবি বাংলায় পারদর্শী, বক্তৃতা ও প্রবন্ধ রচনা লেখায় পারঙ্গম করে তোলা। ইলম আমলের পাশাপাশি চিন্তা, চেতনা ও আদর্শে আকাবির, আসলাফের অনুসরণীয় করে তোলা। নিয়মিত আলেম ও বুজুর্গদের বয়ানের মাধ্যমে ইখলাসি মেজাজ গড়া।

মনোরম পরিবেশে পাঠদান এবং তিনবেলা স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা। মেধাবী ও তাখাসসুস বিভাগের ছাত্রদের জন্য বিশেষ সুযোগ রয়েছে।

যাতায়াত: বাংলাদেশের যেকোন প্রান্ত থেকে উত্তরা হাউজবিল্ডিং নেমে পূর্বদিকে জয়নাল মার্কেট রেলক্রসিং সংলগ্ন জামে মসজিদ। সার্বিক যোগাযোগ: মুফতি হাফিজুর রহমান 01674320217।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ