আওয়ার ইসলাম: মিশরের আল আযহার বিশ্ববিদ্যালয়ের ইসলামিক এন্ড এরাবিক স্টাডিজ অনুষদের তাফসির ও উলুমুল কুরআন বিভাগ থেকে কৃতিত্বের সাথে এমফিল ডিগ্রী অর্জন করেছেন মাওলানা মুহাম্মাদ লুতফেরাব্বী আফনান।
তার গবেষনার বিষয় ছিল- "ইমাম জামাখশারি (৫৩৮ হিঃ) রচিত তাফসীরে কাশশাফের উপর ইমাম রাসআনী (৬৬১ হিঃ) রচিত তাফসিরগ্রন্থ রুমুযুল কুনুযে উল্লেখিত অভিযোগ সমূহ সংকলন ও পর্যালোচনা "৷
গত বুধবার (৩ জুন) ইসলামিক এন্ড এরাবিক স্টাডিজ অনুষদের কনফারেন্স হলে মিসরের স্থানীয় সময় সকাল ১১টা থেকে দুপুর ২ টা পর্যন্ত প্রায় তিন ঘন্টাব্যাপী তার গবেষণাপত্রের ডিসকাশন চলে।
৫০০ পৃষ্ঠার গবেষণাপত্রের বিভিন্ন দিক নিয়ে গভীর পর্যালোচনার পর ২ জন সুপারভাইজার এবং ২ জন বিচারকের সর্বসম্মতিক্রমে পর্যালোচনামূলক তাফসীর বিষয়ে গুরুত্বপূর্ণ অভিসন্দর্ভের জন্য তাকে আল আযহারের ইসলামিক এন্ড এরাবিক স্টাডিজ অনুষদের তাফসির ও উলুমুল কুরআন বিভাগের অধীনে "মুমতাজ" ফার্স্টক্লাস এক্সিলেন্ট গ্রেডে এমফিল ডিগ্রি প্রদান করেন।
উল্লেখ্য, মাওলানা মুহাম্মাদ লুতফেরাব্বী বাংলাদেশের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জামিয়া রহমানীয়া আরাবিয়া -ঢাকা ও জামিয়া ইসলামিয়া পটিয়া থেকে দাওরায়ে হাদিস (তাকমীল) সম্পন্ন করেছেন৷ এরপর গবেষণামূলক উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠান মারকাযুদ দাওয়াহ আল-ইসলামিয়া -ঢাকা থেকে উলুমুল হাদিসে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন।
একাডেমিক পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের দায়িত্ব পালন ও দৈনিক পত্রিকায় লেখালেখির সাথে যুক্ত রয়েছেন তিনি।
-এএ