আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার দক্ষিণ বনশ্রী, খিলগাঁওয়ের মাহাদুল উলূমিল ইসলামিয়া ঢাকা মাদরাসায় ভর্তি শুরু হয়েছে।
একটি গবেষণা মূলক উচ্চতর ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান। হােল্ডিং নং ১১২, রােড নং ৭/১, ব্লক বি, দক্ষিণ বনশ্রী, খিলগাঁও, ঢাকা-১২১৯ মােবাঃ ০১৬২৩-১৮৪৪৩৩।
বিভাগ সমূহ।
ইফতা বিভাগ। এক বছর মেয়াদী। দুই বছর মেয়াদী। এ বিভাগের অগ্রহী ছাত্রদের জন্য তৃতীয় বছর পড়ার পূর্ণ ব্যবস্থা রয়েছে।
আদব বিভাগ- দাওরায়ে হাদিসে উত্তীর্ণ শিক্ষার্থী এ বিভাগে ভর্তি হতে পারবে।
কিসমুল লুগাহ বিভাগ- হেদায়াতুন্নাহু থেকে দাওরায়ে হাদীস পর্যন্ত যে কোনাে জামাতের দূর্বল ও পরিশ্রমী ছাত্র এ বিভাগে ভর্তি হতে পারবে।
অন্যান্য বিভাগ। নুরানী কিন্ডার গার্টেন। (প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত পাঠদান)
নাযেরা বিভাগ। (অভিজ্ঞ ও যোগ্য শিক্ষকের তত্ত্বাবধানে তারতীলে সাথে স্বল্প সময়ে নাযেরা শেষ করে হিফজ শুরু)
হিফযুল কোরআন বিভাগ। এ বিভাগে নিয়মিত মশকের ব্যবস্থা রয়েছে।
রমজানুর মুবারকের বিশেষ আয়োজন নাহু-ছরফের বাস্তব প্রয়ােগসহ আরবী ভাষার বিশেষ কোর্স।
যাতায়াত:- খিলগাঁও রেলগেইট থেকে রিক্সা/ সিএনজিতে গােড়ান ৮নং রােড হয়ে দক্ষিণ বনশ্রী কেন্দ্রীয় ১ নং মসজিদ এর ৫০০ গজ দক্ষিণ পূর্বে অবস্থিত। অথবা রামপুরা ব্রীজ থেকে লেগুনা যােগে দক্ষিণ বনশ্রী কেন্দ্রীয় ১নং মসজিদ এর ৫০০ গজ দক্ষিণ পূর্বে অবস্থিত।
প্রতিষ্ঠাতা মুহতামিম। মুফতি মাহমুদ আহমাদ মামুন, মােৰাইলঃ ০১৮১৩-২১৭০৯৫।
-এটি