আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার বনানী বিটিসিএল জামিআ মুহাম্মাদিয়া ইসলামিয়া মাদরাসা কড়াইল বিটিসিএল [টিএন্ডটি] কলোনী, বনানী, ঢাকা-১২১৩ ভর্তি শুরু হয়েছে।
১৪৪১/৪২ হি. শিক্ষাবর্ষে জামি‘আর নূরানী, নাজেরা, হিফজ ও কিতাব বিভাগ [ইবতেদায়ী-১ থেকে তাকমীল পর্যন্ত] এর নতুন ও পুরাতন ছাত্রদের অনলাইন ও অফলাইন ভর্তি-কার্যক্রম ৮শাওয়াল, ০১ জুন ২০২০ সোমবার থেকে শুরু হয়েছে।
অনলাইন ভর্তি পদ্ধতি ও প্রক্রিয়া
১। ভর্তিচ্ছু ছাত্র প্রথমে নিম্নের মোবাইল নাম্বারে যোগাযোগ করে নিজের তথ্য প্রদান করবে এবং মোবাইলের মাধ্যমে ভর্তি পরীক্ষা দিবে।
২। প্রত্যেক ছাত্র নিজ অবস্থান থেকে বিকাশ ইত্যাদির মাধ্যমে টাকা প্রেরণ করে ভর্তি সম্পন্ন করবে।
৩। যোগাযোগের মোবাইল নম্বর: ০১৯৩৫৯৭০৯৪৪, ০১৮১৮২৬৯৩১৭
ইফতাবিভাগ (এক বছর মেয়াদী)
ইফতা বিভাগের ভর্তি আগামী ১১ শাওয়াল ৪ জুন থেকে শুরু হয়ে কোটা পুরণ সাপেক্ষে চলবে।যোগাযোগ: ০১৯৩৫৪৭৭০৮০।
-এটি