রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

ঢাকা ভাটারার ছোলমাইদ ইমদাদুল উলূম মাদরাসায় ভর্তি চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা ভাটারার ছোলমাইদ ইমদাদুল উলূম মাদরাসা ও এতিমখানায় হিফজ, নুরানী ও কিতাব বিভাগে মিশকাত জামাত পর্যন্ত ভর্তি চলছে। ভর্তি চলবে আগামী ২৩জুন পর্যন্ত।

মাদরাসার বৈশিষ্ট্য সমূহ: নিজস্ব জমির উপর ত্রিতল ভবন। নিরিবিলি মনোরম পরিবেশ। তিন বেলা স্বাস্থ্যসম্মত খাবার। এতিম গরীব ও মেধাবীদের জন্য ফ্রি খাবার ব্যবস্থা। ক্লাসটাইম ছাড়াও সার্বক্ষণিক তত্ত্বাবধান। যোগ্য ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর মাধ্যমে শিক্ষা প্রদান।

মাদরাসার প্রিন্সিপাল আলহাজ মাওলানা তাহের বলেছেন, উন্নত পরিবেশে দক্ষ শিক্ষকদের দ্বারা ছাত্রদের শিক্ষা দেয় হয়। আমরা আদর্শবান ছাত্র গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। তাই ছাত্রদের পড়ালেখার পাশাপাশি তাদের আদব আখলাকের দিকেও বিশেষ নজর দেয় হয়। আমরা ছাত্রদের পড়ালেখা, চরিত্র গঠনসহ তাদের স্বাস্থ্যের প্রতিও যত্নবান।

অবস্থান: বারিধারা নতুন বাজার থেকে দেড় কিলোমিটার পূর্ব উত্তর দিকে ছোলমাইদ সরকার বাড়ি পাকা মসজিদ সংলগ্ন। যোগাযোগ: মোবাইল ০১৩০৯৩১৬১৬৮ মাদরাসা, ০১৭১৮৯৮০৪৪০ প্রিন্সিপাল।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ