আওয়ার ইসলাম: ঢাকার মানিকনগর জামিয়া ইসলামিয়া জহীরুদ্দিন আহমদ মাদরাসায় ০১/০৬/২০২০ইং সোমবার থেকে নতুন ও পুরাতন শিক্ষার্থীদের ভর্তি শুরু হয়েছে। করোনা পরিস্থিতি বিবেচনা করে সতর্কতা ও স্বাস্থ্যবিধির প্রতি লক্ষ্য রেখেই ভর্তি কার্যক্রম চলছে।
দাওরায়ে হাদিসসহ চারটি বিভাগে ভর্তি কার্যক্রম চলছে।
১. কিতাব বিভাগ (ইবতিদাইয়্যাহ-দাওরায়ে হাদিস)
২. আন্তর্জাতিক হিফজুল কুরআন বিভাগ।
৩. নাজেরা বিভাগ। ৪. আদর্শ নূরানী বিভাগ।
ভর্তির নিয়ম ও শর্তাবলী:
১. সকল বিভাগের পুরাতন ছাত্র গত বছরের দ্বিতীয় সাময়িক পরীক্ষার নাম্বার দিয়ে ভর্তি হতে পারবে।
২. পুরাতন ছাত্রগণ সম্ভব হলে উপস্থিত হয়ে সরাসরি ফরম সংগ্রহ করে ভর্তি সম্পন্ন করবে। অন্যথায় নিন্মে প্রদত্ত উস্তাদদের সাথে মোবইলের মাধ্যমে যোগাযোগ করে ভর্তির কাজ করতে পারবে।
৩. নতুন ছাত্রদের স্বশরীরে উপস্থিত হয়ে ভর্তি হতে হবে।
৪. ভর্তির ফরম ১০০/- টাকা। ভর্তি ফি আনুসাঙ্গিক খরচসহ ২৫৪০/- টাকা। বিকাশের মাধ্যমেও আদায় করা যাবে ৫.মাসিক প্রদেয় বেতন ১০০০/- টাকা খোরাকী ২০০০/-।
মোবাইলের মাধ্যমে ভর্তি সংক্রান্ত করণীয়:
১. ভর্তি যিম্মাদার উস্তাদের সাথে যোগাযোগ করে নাম, জামাত ও ঠিকানা নিশ্চিত করতে হবে।
২. বিকাশ মারফত ভর্তি ফি পাঠানোর পর তা নিশ্চিত হয়ে দাখেলা নম্বর জেনে নিতে হবে৷ পরবর্তিতে দাখেলা নম্বর দেখিয়ে শিক্ষা-কার্যক্রম শুরু করবে।
পরিবেশ পরিস্থিতি অনুকূলে আসলে সবক আরম্ভ হবে। গরীব মেধাবী ছাত্রদের জন্য রয়েছে বিশেষ ছাড়।
ভর্তি সংক্রান্ত যোগাযোগ:
(দাওরা ও মেশকাত জামাত)
মুফতি মুহাম্মদ আরাফাত
০১৮২১৯৯৪৯৯৮
হিফজ বিভাগ
হাফেজ মাওলানা আলাউদ্দিন
০১৯৪৩৪৫৪৪৩১
নাজেরা বিভাগ
হাফেজ মুমিনুল ইসলাম
০১৮৪১২১২৫৭০
নূরানী বিভাগ
কারী ইবরাহীম সাহেব
০১৯৬৪২৮১৯৯৫
অনলাইনে ভর্তি আবেদনের জন্য নিন্মে প্রদত্ত ফরম অনুসরন করতে হবে https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdZ22fVJ8HXToKcEBO1E6gDxE0mp2WmyEyB5EBvqrIlpP9bkg/viewform
-এটি