সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

একদিনে কুমিল্লায় আরও ৬৭ জন করোনায় আক্রান্ত, মোট মৃত্যু ৩৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত ২৪ ঘণ্টায় নগরীর ৪৮ জনসহ করোনায় কুমিল্লা জেলায় নতুন আক্রান্ত হয়েছেন ৬৭ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে এখন এক হাজার ১৬৩ জনে দাঁড়িয়েছে।

আজ বুধবার (৩ জুন) বিকেল ৫টার দিকে কুমিল্লা জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সমন্বয়ক ডা. নিসর্গ মেরাজ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কুমিল্লা নগরীতে ৪৮ জন, চৌদ্দগ্রামে একজন, লাকসামে সাতজন, আদর্শ সদরে চারজন, বুড়িচংয়ের সিএমএইচে দুইজন, সদর দক্ষিণে একজন এবং লালমাইয়ে চারজন আক্রান্ত হয়েছেন।

এদিকে, বুধবার জেলার আদর্শ সদর ও লালমাই উপজেলায় একজন করে দুইজন সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় সুস্থতার সংখ্যা দাঁড়াল ১৫৯ জনে। একই দিনে কুমিল্লা নগরীর শাসনগাছা ও বজ্রপুরে একজন করে দুইজন মারা গেছেন। এছাড়া জেলার নাঙ্গলকোটে একজন মারা গেছেন। এই নিয়ে জেলায় মোট মারা গেছেন ৩৫ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, কুমিল্লায় এ পর্যন্ত মোট ১০হাজার ৫৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নয় হাজার ১৭০ জনের রিপোর্ট আসে।

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ