বুধবার, ০৯ এপ্রিল ২০২৫ ।। ২৬ চৈত্র ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
ইবতেহাল আবু সাঈদ এর চিৎকার: গাজায় ইসরায়েলি যুদ্ধযন্ত্রে মাইক্রোসফট কিভাবে সহায়তা করছে? ভর্তি শুরু জামিয়া রাহমানিয়া ইসলামিয়া মাদরাসায়  ঢাকায় আগত নতুন ছাত্রদের উদ্দেশ্যে কিছু কথা ইরান-আমেরিকা সম্পর্ক: ট্রাম্পের সরাসরি আলোচনা প্রস্তাব, যুদ্ধ না শান্তিপূর্ণ সমাধান? ভর্তি শুরু জামিয়া রাহমানিয়া ইসলামিয়া মহিলা মাদরাসায়  দেশব্যাপী সরকারি ফার্মেসি চালু, অল্পদামে মিলবে ২৫০ রকম ঔষধ বাংলাদেশে আরও এক বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এনডিবি হজযাত্রীদের স্বাস্থ্যসেবা ও টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয় ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পিটার হাসের সাক্ষাৎ বারিধারা মাদরাসায় হেফাজতের মহাসমাবেশের প্রস্তুতি সভা

মাদরাসাতুস সুফফা আল-ইসলামিয়ার ভর্তি শুরু ৩০ মে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ৩০ মে থেকে মাদরাসাতুস সুফফা আল ইসলামিয়া (৫৬-এইচ, কদমতলা, বাসাবো) ঢাকার ভর্তি কার্যক্রম শুরু হবে।

বিশেষ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৪৪১-৪২ হিজরী মোতাবেক ২০২০-২১ ইংরেজী শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম আগামী ৬ শাওয়াল (৩০ মে) থেকে শুরু হয়ে ১০ শাওয়াল (৩ জুন) পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ভর্তি কার্যক্রম মোবাইল ফোনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। অতএব, ভর্তিচ্ছু নতুন-পুরাতন ছাত্র এবং সংশ্লিষ্ট অভিভাবকগণকে নিম্নোক্ত নির্দেশনা অনুসরণ করার অনুরোধ করা হয়েছে।

ক. মাদানী নেসাব প্রথম বর্ষে ভর্তিচ্ছু ছাত্র ও সংশ্লিষ্ট অভিভাবকগণ যোগাযোগ করবেন মাদরাসার মুহতারাম বড় হুজুর মাওলানা আবু তাহের রাহমানী সাহেব দা.বা. (01715-421415) এবং সিনিয়র উস্তাদ মাওলানা যোবায়ের রহমানী দা.বা. (01718-723093) এর সাথে।

খ. বিগত শিক্ষাবর্ষে মাদানী নেসাব প্রথমবর্ষ অধ্যায়ন করেছে, চলতি শিক্ষাবর্ষে দ্বিতীয় বর্ষে পড়তে ইচ্ছুক–এমন ছাত্র ও সংশ্লিষ্ট অভিভাবকগণ যোগাযোগ করবেন মাদরাসার উস্তাদ মাওলানা শরিফুদ্দীন সাহেবের সাথে। (01954-221894)।

গ. বিগত শিক্ষাবর্ষে মাদানী নেসাব দ্বিতীয় বর্ষে এবং তৃতীয় বর্ষে অধ্যায়ন করেছে, চলতি শিক্ষাবর্ষে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ বর্ষে পড়তে ইচ্ছুক– এমন ছাত্র ও সংশ্লিষ্ট অভিভাবকগণ যোগাযোগ করবেন মাদরাসার উস্তাদ মাওলানা আনাস বিন ইউসুফের সাথে। (01814-167543)।

ঘ. বিগত শিক্ষাবর্ষে মাদানী নেসাব চতুর্থ ও পঞ্চম বর্ষে অধ্যায়ন করেছে, চলতি শিক্ষাবর্ষে যথাক্রমে পঞ্চম ও ষষ্ঠ বর্ষে (জালালাইন ও মেশকাত জামাতে) পড়তে ইচ্ছুক– এমন শিক্ষার্থী ও সংশ্লিষ্ট অভিভাবকগণ যোগাযোগ করবেন মাদরাসার সিনিয়র উস্তাদ মাওলানা লুৎফুর রহমান দা.বা. এর সাথে। (017181-75929)।

ঙ. ইবতেদায়ী মক্তব ও হিফজুল কুরআন বিভাগে ভর্তি হতে ইচ্ছুক- এমন শিক্ষার্থী ও সংশ্লিষ্ট অভিভাবকগণ যোগাযোগ করবেন মাদরাসার সিনিয়র উস্তাদ মাওলানা যোবায়ের রাহমানী দা.বা. এর সাথে। (01718-723093)।

উল্লেখ্য— বর্তমান করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় দরস শুরু হতে বিলম্ব হতে পারে। দরস শুরু হওয়ার নির্ধারিত তারিখ এবং মাদরাসায় উপস্থিত হওয়ার আনুষঙ্গিক নির্দেশনাবলি শীঘ্রই জানিয়ে দেয়া হবে, ইনশাআল্লাহ।

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ