সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


মসজিদে গমন ও ঈদগাহে নামাজ পড়ার আহ্বান জানিয়ে মুফতি তাকি উসমানির আবেগঘন টুইট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন

স্বাস্থ্যবিধি মেনে মুসলিম উম্মাহকে রমজানের শেষ দশকে মসজিদে গমন ও ঈদগাহে গিয়ে ঈদের নামাজ জামাতে পড়ার আহবান জানিয়েছেন পাকিস্তানের প্রখ্যাত আলেম ও আন্তর্জাতিক ইসলামিক স্কলার মুফতি তাকি উসমানি।

গতকাল মঙ্গলবার (১৮ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বার্তায় তিনি এই আহবান জানান।

মুফতি তাকি উসমানি বলেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী মহামারি করোনা ভাইরাসের সঙ্কটময় পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে ধাবিত হচ্ছে, আক্রান্তদের সংখ্যা হতাশাজনক হারে বৃদ্ধি পাচ্ছে- এই পরিস্থিতিতে ব্যবসা-বানিজ্য, স্বাভাবিক জীবনযাপন ও ইবাদত-বন্দেগি কোনটাই বন্ধ করা সম্ভব নয়। এজন্য স্বাস্থ্যবিধি মেনে মুসলিম উম্মাহর জন্য মসজিদ আবাদ করা ও ঈদগাহে ঈদের নামাজের জামাত করা উচিত।

মুসলমানদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে পাকিস্তান সুপ্রিম কোর্টের সাবেক এই বিচারপতি আরও বলেন, মহিমান্বিত পবিত্র রমজান মাসের অবশিষ্ট দিনগুলোকে মহা সুযোগ মনে করে ও সতর্কতা অবলম্বনের সঙ্গে মসজিদ আবাদ করুন এবং দোয়া ও ইবাদতের প্রতি বিশেষ গুরুত্ব দিন।

একইসঙ্গে পাকিস্তান সরকারের প্রতি আশাবাদী হয়ে বিশ্ববরেণ্য এই আলেম বলেন, আশা করি সরকার নিজেদের দায়িত্ব ও মুসলমানদের জজবা ও অনুভূতি উপলব্ধি করে মসজিদে গমনের ক্ষেত্রে কোন বাধা সৃষ্টি করবেনা।

সবশেষ মুফতি তাকি উসমানি বলেন, দেশ ও জাতির উন্নতি, বৈশ্বিক মহামারির অবসান এবং দেশে বিশৃঙ্খলা বন্ধের লক্ষ্যে
সরকার ও জনগণের উচিত আল্লাহর নিকট বিশেষ দোয়া ও প্রার্থনা করা।

সূত্র: জিয়ো নিউজ উর্দু

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ