রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


আগামী মাস থেকে খুলছে সিলেটের এদারা বোর্ডভুক্ত মাদরাসাগুলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আযাদ দ্বীনি এদারা তা’লীম বাংলাদেশের অধিভুক্ত সকল মাদরাসা আগামী ১ জুন থেকে খোলার ঘোষণা দিয়েছে বোর্ডটি।

আজ শনিবার দুপুরে এদারা বোর্ডের অফিসিয়াল ফেসবুক পেইজে মহাসচিব মাওলানা আব্দুল বছীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এদারাভুক্ত সকল মাদরাসা আগামী ১ জুন থেকে খোলা হবে। করোনা মহামারির কারণে শুধুমাত্র ফযীলত ও হিফজ এর কেন্দ্রীয় পরীক্ষা শাওয়াল মাসে অনুষ্ঠিত হবে। পরীক্ষার তারিখ রুটিন ইত্যাদি পরীক্ষা বিভাগ থেকে যথাসময়ে জানানো হবে।

এতে আরও বলা হয়, দাওরায়ে হাদীস অন্যান্য জামাতে ভর্তির মাদরাসার ২য় সাময়িক পরীক্ষার ফলাফল বিবেচ্য হবে। এদারাভুক্ত সকল মাদরাসার মুহতামিমদের স্বাস্থ্যবিধি মেনে নির্দেশনা বাস্তবায়ন করার জন্য অনুরোধ করা হয়।

এর আগে এদিন সকাল ১০ টায় এদারা সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দীন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মজলিসে আমেলার এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

এতে উপস্থিত ছিলেন- সিনিয়র সহসভাপতি মাওলানা শায়খ মুহিব্বুল হক গাছবাড়ী, মহাসচিব মাওলানা আব্দুল বছীর, সহকারী মহাসচিব হাফিজ মাওলানা মুহসিন আহমদ, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা সৈয়দ আব্দুর রহমান, রচনা সম্পাদক হাফিজ মাওলানা ফখরুজ্জামান, প্রকাশনা সম্পাদক মাওলানা এনামুল হক প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ