রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


৩০ মে পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান ছুটির আদেশ জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা রোধে আগামী ১৬ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। তবে রোজা ও ঈদের ছুটি শুরু হয়ে যাওয়ায় আগামী ৩০মে পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মেুহা. গোলাম ফারুক স্বাক্ষরিত এ সংক্রান্ত এক অফিস আদেশ জারি হয়েছে।

এতে বলা হয়, করোনা ভাইরাস রোধকল্পে এবং শিক্ষার্থীদের সুরক্ষার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্দেশে সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল-কলেজ) বন্ধের সময়সীমা ৩০ মে পর্যন্ত বৃদ্ধি করা হলো। এসময় শিক্ষার্থীরা করোনা ভাইরাস সংক্রমণ থেকে সুরক্ষার লক্ষ্যে শিক্ষার্থীরা নিজ নিজ বাড়িতে অবস্থান করবেন এবং অভিভাবকরা তা নিশ্চিত করবেন।

ইতোমধ্যে দেশের সব সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ঈদ পর্যন্ত ছুটি ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ