সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

সৌদিতে ২৬৬ বছরের পুরানো ঐতিহাসিক মসজিদ সাজলো নতুন রূপে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হুসাইন মাহমুদ ।।

সৌদি আরবের উত্তর প্রদেশ হাইলের প্রাচীন শহর সামিরাতে ঐতিহাসিক আল-জালাউদ মসজিদটির সংস্কার কাজ শেষ হয়েছে। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান দেশের ঐতিহাসিক প্রাচীন মসজিদগুলির সংস্কারের পরিকল্পনা নিয়েছেন তন্মধ্যে একটি অংশ এই উন্নয়ন। প্রকল্পটিতে সৌদি আরবের দশটি শহরের ত্রিশ টি মসজিদ অন্তর্ভুক্ত রয়েছে।

সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (এসপিএ) জানায়, আল-জালাউদ মসজিদটি ১১৭৫ হিজরিতে নির্মিত হয়েছিল। এটি সামিরা শহরের প্রাচীনতম মসজিদগুলির মধ্যে অন্যতম একটি মসজিদ। এই মসজিদের ঐতিহাসিক তাৎপর্য দ্বিগুণ। কারণ সামিরা হলো মক্কা ও কুফার মধ্যবর্তী স্থানে হজ্জের পথে একটি বিখ্যাত স্থান ছিল। জুমার নামাজ এখানে অনুষ্ঠিত হত এবং পার্শ্ববর্তী অঞ্চল থেকে লোকেরা এখানে নামাজ পড়তে আসত।

আল-জালাউদ পরিবারের নামে নামকরণ করা মসজিদটি নির্মাণের পর থেকে বেশ কয়েকবার সংস্কার করা হয়েছে। এটি সামিরা শহরের দক্ষিণে প্রাচীন শহরের মাঝখানে অবস্থিত। হাইল সিটি থেকে ১২০ কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থিত এই মসজিদটি।

ঐতিহাসিকভাবে আল-জালাউদ মসজিদটি কাঁদা, পাথর এবং ব্লক দ্বারা নির্মিত হয়েছিল। এর ছাদটি খেজুর ডাল এবং তালের পাতায় তৈরি ছিল। বৃষ্টির পানি থেকে বাঁচাতে ছাদটি লোহার শিট দিয়ে দেওয়া হয়েছিল।

সাম্প্রতিক সংস্কারের আগে মসজিদে প্রায় ৮০ জন মুসল্লীর ধারণক্ষমতা ছিল। এখন ১২৯ জন সহজেই এখানে নামাজ আদায় করতে পারেন। সংস্কারের পরে, ঐতিহাসিক আল-জালাউদ মসজিদে মুসল্লিদের জন্য একটি জায়গায় টয়লেট এবং পুরুষদের জন্য অজু খানার ব্যবস্থা করা হয়েছে।

আল আরাবিয়া থেকে হুসাইন মাহমুদের অনুবাদ
ওআই/আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ