আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশে একাধিকবার ছুটি বাড়ানোয় সাধারণ ছুটি ২৫ এপ্রিল পর্যন্ত। স্বাভাবিকভাবেই এই সময় পর্যন্ত বন্ধ থাকবে সব শিক্ষাপ্রতিষ্ঠান। তাই প্রাথমিক বিদ্যালয়ের প্রথম সাময়িক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
প্রাথমিকের প্রথম সাময়িক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ১৫ এপ্রিল থেকে ২৪ এপ্রিলের মধ্যে। তাই করোনা ভাইরাসের এই দুর্যোগের সময়ে পরীক্ষা যে বাতিল হবে তা অনুমিতই ছিল। আজ আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে সেটা নিশ্চিত করা হল প্রশাসনের পক্ষ থেকে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মুহা. ফসিউল্লাহ বলেন, করোনা ভাইরাসের কারণে সরকার ঘোষিত সাধারণ ছুটি চলছে, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে ২৫ এপ্রিল পর্যন্ত। তাই প্রাথমিকের প্রথম সাময়িক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরীক্ষার নতুন তারিখ যথাসময়ে জানিয়ে দেয়া হবে।
-এএ