আব্দুল্লাহ আফফান: করোনা ভাইরাসের কারণে কওমি মাদরাসার চলতি শিক্ষাবর্ষের দাওরায়ে হাদীস (তাকমিল) পরীক্ষা রমজানের ঈদের পর অনুষ্ঠিত হবে।
আজ মঙ্গলবার আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান মাওলানা আব্দুল কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানাে যাচ্ছে যে, ১৪৪১ হিজরি, ২০২০ ঈসাব্দের দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষা রমজানের ঈদের পর অনুষ্ঠিত হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে এবং সরকার কর্তৃক শিক্ষাপ্রতিষ্ঠান খােলার তারিখ ঘােষণা করা হলে আল-হাইআতুল উলয়ার স্থায়ী কমিটির সভার সিদ্ধান্তক্রমে পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানাে হবে, ইনশাআল্লাহ।
-এটি