আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের কারণে বন্ধ হওয়া রাজধানী ঢাকার ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ মাদরাসা ছুটি বৃদ্ধি করা হয়েছে।
গত ২৯ মার্চ প্রকাশিত মাদরাসার মুহতামিম মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জামিয়ার সকল বিভাগের ছুটি ৩১ মার্চ থেকে বর্ধিত করে ৯ এপ্রিল পর্যন্ত করা হলো।
বিশেষ পরিস্থিতিতে জামিয়ার খোলার তারিখ পরিবর্তন হলে তা পূনরায় জানিয়ে দেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এর আগে ১৯ তারিখের বিজ্ঞপ্তিতে মাদরাসার সকল বিভাগের শিক্ষার্থীদের করোনা থেকে হেফাজতে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি তাওবা-এস্তেগফার ও দোয়া করতে বলা হয়েছে। পরিস্কার-পরিচ্ছন্নতা অবলম্বনসহ সকল প্রকার সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষার্থীরা নিজ নিজ নিরাপদ স্থানে অবস্থান করে বার্ষিক পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করবে। মাদরাসার বার্ষিক পরীক্ষার তারিখ পরে জানানো হবে বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
-এএ