রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


পরীক্ষা বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছে হাইয়াতুল উলইয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ: কওমি মাদরাসার সমাপনী পরীক্ষা বিষয়ে সিদ্ধান্ত নিতে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষা সংস্থা ‘আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’।

আজ শনিবার সকাল ১০ টা থেকে রাজধানীর মতিঝিলে সংস্থাটির প্রধান কার্যালয়ে ভারপ্রাপ্ত কো চেয়ারম্যান মাওলানা আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। এতে সংস্থাটির অন্যান্য সদস্যরাও উপস্থিত রয়েছেন।

আজ সকালে হাইয়াতুল উলইয়া শীর্ষ একটি সূত্র জানিয়েছে, আজকের চলমান বৈঠক থেকে কওমি মাদরাসার বার্ষিক পরীক্ষা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। এখানে বেফাকসহ ৬ বোর্ডের সদস্যরা উপস্থিত রয়েছেস, পরামর্শেক্রমে সকল বোর্ডের পরীক্ষার সময়সূচি নিয়ে এ বৈঠকে আলোচনা করা হবে।

প্রসঙ্গত, আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর অধীনে চলতি শিক্ষাবর্ষের দাওরায়ে হাদীস (তাকমিল) পরীক্ষা আগামী ১৩ শাবান মোতাবেক ৬ এপ্রিল শুরু হওয়ার কথা রয়েছে।

এছাড়াও কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেকাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ৪৩ তম পরীক্ষার আগামী ৩ শা’বান মোতাবেক ২৮ মার্চ শুরু হওয়ার  কথা ছিল। সাথেসাথে কওমি মাদরাসাভিত্তিক অন্যান্য পাঁচ বোর্ডের পরীক্ষা এপ্রিল মাসের প্রথম সপ্তাহে শুরু হওয়ার কথা রয়েছে। আজকের বৈঠক থেকে এ সকল পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে কওমি মাদরাসায় করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আবাসিক অনাবাসিক সব ধরণের মাদরাসা সর্বাত্মক বন্ধ ঘোষণা করেছে সংস্থাটি। আপাতত ৩১ মার্চ পর্যন্ত মাদরাসাগুলো বন্ধ থাকবে।

আরএম/

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ