রকিব মুহাম্মদ : কওমি মাদরাসায় করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকানোর উপায় খুঁজতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠকে বসেছেন কওমি মাদরাসা সর্বোচ্চ অথরিটি ‘আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’।
সংস্থাটির ভারপ্রাপ্ত কো চেয়ারম্যান মাওলানা আব্দুল কুদ্দুসের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের উপস্থিতিতে বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে অবস্থিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ওই বৈঠক শুরু হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠকে উপস্থিত রয়েছেন হাইয়াতুল উলইয়ার সদস্য মুফতি ফয়জুল্লাহ, মাওলানা আব্দুর হামিদ (মধুপুরের পীর), মাওলানা মাহফুজুল হক, মাওলানা নুরুল আমিন।
হাইয়াতুল উলইয়ার একটি সূত্র আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্রটি জানিয়েছে, করোনা ভাইরাসের কারণে কওমি মাদরাসার আসন্ন কেন্দ্রীয় পরীক্ষার সময়সূচি ও আবাসিক-অনাবাসিক সব ধরণের কওমি মাদরাসায় করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকানোর উপায় খুঁজতে এ বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে ১৬ মার্চ সোমবার করোনা ভাইরাসের সতর্কতার অংশ হিসেবে ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রনালয়।
সতর্কতার অংশ হিসেবে ১৭ মার্চ দাওরায়ে হাদীসসহ কওমি মাদরাসার অন্যান্য জামাতের পরীক্ষার আগ পর্যন্ত মাদরাসাগুলোর শিক্ষা কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষা সংস্থা ‘আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’।
এছাড়াও বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড, নূরানী তা’লীমুল কুরআন বোর্ড বাংলাদেশ, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ হিফজ শিক্ষাবাের্ড, চট্টগ্রামের নূরানী তা’লীমুল কুরআন বোর্ডের আওতাধীন সকল মাদরাসা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
আরএম/