রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির ফুলপুরে জমিয়তের কমিটি গঠন স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে চাই: সিইসি নাসির উদ্দীন

করোনা: আগামীকালের মধ্যে ঢাবি শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের ঝুঁকি কমাতে আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার  উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় করোনা মোকাবিলায় একটি সমন্বয়ক কমিটি গঠন করা হয়েছে। চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক ডা. শাহরিয়ার নবী কে আহ্বায়ক এবং ঢাবি মেডিকেল সেন্টারের প্রধান মেডিকেল অফিসার ডা.সারওয়ার জাহান মুক্তাফীকে সদস্য সচিব করে পাঁচ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- অনুজীব বিভাগের সহকারী অধ্যাপক এবং সিন্ডিকেট সদস্য মিজানুর রহমান, ফার্মেসী অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম আব্দুর রহমান, ক্লিনিকাল ফার্মেসী ও ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ শওকত আলী।

এর আগে গত সোমবার করোনা ভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষা দিতে ১৮ থেকে ২৮ মার্চ পর্যন্ত ঢাবির সব শিক্ষা কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা দেয়া হয়। তবে ওই ঘোষণায় হলগুলো খোলা থাকবে বলে জানানো হলেও আজ সিন্ডিকেটের জরুরি সভায় শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে করোনা ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। বন্ধ করে দেয়া হয়েছে কোচিং সেন্টারগুলোও। এদিকে করোনা ভাইরাস প্রতিরোধে জনসমাগমে না যাওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া দেশের বিভিন্ন জেলায় বিদেশফেরতদের রাখা হয়েছে হোম কোয়ারেন্টাইনে।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা তিনজন বেড়ে মোট ১৭ জনে দাঁড়িয়েছে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ