আওয়ার ইসলাম: রাজধানীর সুনামধন্য দীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়াতুল উলূমিল ইসলামিয়া ঢাকার সকল বিভাগের ছাত্রদের ছুটি দিয়েছে মাদরাসা কর্তৃপক্ষ।
গতকাল (১৭ মার্চ) মাদরাসা কর্তৃপক্ষের জারিকৃত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিকভাবে “করােনা ভাইরাস জনিত কারণে বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত মােতাবেক ২২ রজব ১৪৪১ হিজরী মােতাবেক ১৮ মার্চ ২০২০ ঈসায়ী রােজ বুধবার হতে ৬ শাবান ১৪৪১ হিজরী মােতাবেক ৩১ মার্চ ২০২০ ঈসায়ী রােজ মঙ্গলবার পর্যন্ত জামিয়া ছুটি থাকবে।
আরও বলা হয়, অতএব সকল ছাত্রকে ৫ শাবান ১৪৪১ হিজরী মােতাবেক ৩০ মার্চ ২০২০ ঈসায়ী রােজ সােমবার পরবর্তী নির্দেশনা জানার জন্য নিজ নিজ দারুল ইকামাহ উস্তাদের সঙ্গে যােগাযােগ করার নির্দেশ দেওয়া যাচ্ছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ফযীলত ও তাকমীল জামাতের বেফাক ও হাইয়ার পরীক্ষার্থীরা পরীক্ষার প্রস্তুতি গ্রহনের জন্য ছুটিরদিনগুলিতে যদি জামিয়ায় উপস্থিত থাকতে চায় তাহলে দরখাস্ত দিয়ে মুহতামিম সাহেবের মঞ্জুরীসহ দফতরে জমা দিতে হবে।
আরএম/