আওয়ার ইসলাম: বিশ্বে করোনার ভাইরাসের বিস্তার থেকে রক্ষা পেতে বিশ্বের সকল কওমি ও দীনি মাদরাসার উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছেন ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী।
করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে তিনি সকল কওমি মাদরাসায় বিশেষ দোয়া আয়োজনের পাশাপাশি সতর্কতা অবলম্বন করার জন্য আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, মাদরাসাগুলোতে যেন বিশেষ দোয়া ও সাফাইয়ের ব্যবস্থা করা হয় এবং অন্যান্য সতর্কতা যথাযথভাবে নেওয়া হয়। শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্নতায় বিশেষ যত্ন নেওয়ার জন্য কর্তৃপক্ষ যেন নির্দেশনা দেয়।
তিনি আরও বলেন, দারুল উলূম দেওবন্দের শিক্ষার্থীরা নিজ নিজ রুমে পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত রয়েছে, বার্ষিক পরীক্ষা আগামী ২৫ মার্চ থেকে শুরু হবে। সবক বন্ধ থাকায় ক্লাস রুম গুলোও বন্ধ করে দেওয়া হয়েছ। ১০ এপ্রিলের পরে রমজানের ছুটি দেয়া হবে।
এদিকে ভারতের ঐতিহ্যবাহী এ দীনী বিদ্যাপীঠে ছাত্রদেরকে নিজ নিজ কক্ষে অবস্থান করে পরীক্ষার প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছেন মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী।
উর্দু টাইমস অবলম্বনে ফয়জুর রহমান শেখ
আরএম/