রকিব মুহাম্মদ: করোনা ভাইরাসের প্রাদর্ভাব থেকে বাঁচতে সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষা সংস্থা ‘আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ গুরুত্বপূর্ণ ৩টি সিদ্ধান্ত গ্রহণ করেছে।
আজ (মঙ্গলবার) সকালে রাজধানীর যাত্রাবাড়ির কাজলায় বেফাকুল মাদারিসিলি আরাবিয়ার কেন্দ্রীয় কার্যালয়ে মুরুব্বিদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানা গেছে।
কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি হাইয়াতুল উলইয়ার ভারপ্রাপ্ত কো চেয়ারম্যান মাওলানা আব্দুল কুদ্দুস এ বৈঠকে সভাপতিত্ব করেছেন। এতে সংস্থাটির ৩২ সদস্যের সকলেই উপস্থিত ছিলেন।
১. কওমি মাদরাসার স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পরীক্ষার আগ পর্যন্ত স্থগিত থাকবে।
২. দাওরায়ে হাদীসসহ অন্যান্য জামাতের পরীক্ষা যথাসময়েই অনুষ্ঠিত হবে।
৩. প্রত্যেক ছাত্রকে এককভাবে তাদের পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করবে।
বৈঠকে উপস্থিত হাইয়াতুল উলইয়ার সদস্য মাওলানা মুসলেহুদ্দিন রাজু আজ বেলা ১১ টা ৩০ মিনিটে এসব তথ্য নিশ্চিত করেছেন।
মাওলানা রাজু বলেন, করোনা ভাইরাস থেকে বাঁচতে সকলকে বেশি বেশি দোয়া-ইসতেগফার পড়ার আহ্বান জানানো হয়েছে।
আরএম/