রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির ফুলপুরে জমিয়তের কমিটি গঠন স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে চাই: সিইসি নাসির উদ্দীন

হাইয়াতুত তালিম ওয়াত তারবিয়ার পরীক্ষা শুরু ২৯ মার্চ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হাইয়াতুত তালিম ওয়াত তারবিয়াহ লিলমাদারিসিল কাওমিয়া (শিক্ষাবোর্ড উত্তরা)-এর ৪র্থ কেন্দ্রীয় পরীক্ষা আগামী ২৯ মার্চ (রবিবার) থেকে শুরু হবে।

১৬ মার্চ (সোমবার) গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাইয়াতুত তালিম ওয়াত তারবিয়াহ লিলমাদারিসিল কাওমিয়া (শিক্ষাবোর্ড উত্তরা)-এর ৪র্থ কেন্দ্রীয় পরীক্ষায় এবার মোট ১৩৭৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।

এর মধ্যে দরসিয়াত বিভাগে ৩৬২ জন এবং হিফজুল কুরআন বিভাগে ১০১৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। দরসিয়াত বিভাগের মোট ৫টি মারকাযে হিফজুল কুরআন বিভাগের ৬টি মারকাযে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বোর্ডের প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি মুহাম্মাদ আব্বাস বলেন, ইতিমধ্যে আমাদের পরীক্ষা বিভাগের সব কাজ প্রায় শেষ দিকে। পাঁচ সদস্যের পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির অক্লান্ত পরিশ্রমে প্রস্তুত হয়েছে পরীক্ষার যাবতীয় কার্যক্রম।

তিনি আরও বলেন, পরীক্ষা সব কাজ শেষ দিকে। এক দুয়েক দিনের মধ্যে মারকাযী কাগজপত্র ও প্রবেশপত্র ছাত্রদের হাতে হাতে পৌঁছে যাবে। দেশবাসীর কাছে দোয়া কামনা যেন বিগত দিনের মতো এবারো আমরা সুন্দর ও সফলভাবে পরীক্ষার কার্যক্রমগুলো পরিচালনা করতে পারি।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ