আওয়ার ইসলাম: হাইয়াতুত তালিম ওয়াত তারবিয়াহ লিলমাদারিসিল কাওমিয়া (শিক্ষাবোর্ড উত্তরা)-এর ৪র্থ কেন্দ্রীয় পরীক্ষা আগামী ২৯ মার্চ (রবিবার) থেকে শুরু হবে।
১৬ মার্চ (সোমবার) গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হাইয়াতুত তালিম ওয়াত তারবিয়াহ লিলমাদারিসিল কাওমিয়া (শিক্ষাবোর্ড উত্তরা)-এর ৪র্থ কেন্দ্রীয় পরীক্ষায় এবার মোট ১৩৭৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।
এর মধ্যে দরসিয়াত বিভাগে ৩৬২ জন এবং হিফজুল কুরআন বিভাগে ১০১৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। দরসিয়াত বিভাগের মোট ৫টি মারকাযে হিফজুল কুরআন বিভাগের ৬টি মারকাযে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বোর্ডের প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি মুহাম্মাদ আব্বাস বলেন, ইতিমধ্যে আমাদের পরীক্ষা বিভাগের সব কাজ প্রায় শেষ দিকে। পাঁচ সদস্যের পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির অক্লান্ত পরিশ্রমে প্রস্তুত হয়েছে পরীক্ষার যাবতীয় কার্যক্রম।
তিনি আরও বলেন, পরীক্ষা সব কাজ শেষ দিকে। এক দুয়েক দিনের মধ্যে মারকাযী কাগজপত্র ও প্রবেশপত্র ছাত্রদের হাতে হাতে পৌঁছে যাবে। দেশবাসীর কাছে দোয়া কামনা যেন বিগত দিনের মতো এবারো আমরা সুন্দর ও সফলভাবে পরীক্ষার কার্যক্রমগুলো পরিচালনা করতে পারি।
আরএম/