বুধবার, ০৯ এপ্রিল ২০২৫ ।। ২৬ চৈত্র ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
ইবতেহাল আবু সাঈদ এর চিৎকার: গাজায় ইসরায়েলি যুদ্ধযন্ত্রে মাইক্রোসফট কিভাবে সহায়তা করছে? ভর্তি শুরু জামিয়া রাহমানিয়া ইসলামিয়া মাদরাসায়  ঢাকায় আগত নতুন ছাত্রদের উদ্দেশ্যে কিছু কথা ইরান-আমেরিকা সম্পর্ক: ট্রাম্পের সরাসরি আলোচনা প্রস্তাব, যুদ্ধ না শান্তিপূর্ণ সমাধান? ভর্তি শুরু জামিয়া রাহমানিয়া ইসলামিয়া মহিলা মাদরাসায়  দেশব্যাপী সরকারি ফার্মেসি চালু, অল্পদামে মিলবে ২৫০ রকম ঔষধ বাংলাদেশে আরও এক বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এনডিবি হজযাত্রীদের স্বাস্থ্যসেবা ও টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয় ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পিটার হাসের সাক্ষাৎ বারিধারা মাদরাসায় হেফাজতের মহাসমাবেশের প্রস্তুতি সভা

বৃহস্পতিবার মানিকনগরে আসছেন দেওবন্দের মুফতি আব্দুল্লাহ মারুফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর মুগদার বশীরুল উলূম হাকীমিয়া (সর্দারবাড়ি) মাদরাসার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার আছরের পর মানকিনগর মডেল হাইস্কুল ময়দানে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- ভারতের দারুল উলুম দেওবন্দের উলূমুল হাদীস বিভাগের প্রধান মুফতি আব্দুল্লাহ মা’রুফী।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন- জামিয়া মাহমুদিয়া ইছহাকিয়া মানিকনগর মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদীস আল্লামা মুহাম্মদ ইছহাক, জামিয়া মাহমুদিয়া ইছহাকিয়া মানিকনগর মাদরাসার নায়েবে মুহতামিম ও শাইখুল হাদীস আল্লামা আব্দুল কুদ্দুস কাসেমী।

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন- সাভারের মারকাজে তালিমুস সুন্নাহ মারকাজনগর মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা আব্দুল খালেক শরিয়তপুরী।

এছাড়াও এতে বয়ান করবেন- মাওলানা মুস্তাকিম বিল্লাহ হামিদী, মুফতি মহিউদ্দীন আশরাফী, মুফতি মামুন আব্দুল্লাহ কাসেমী।

বশীরুল উলূম হাকীমিয়া (সর্দারবাড়ি) মাদরাসার মুহতামিম ও সাধারণ সম্পাদক মুফতি জাবের কাসেমী হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিলে সবাইকে উপস্থিত হওয়ার আহ্বান জানান।

-এএ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ