রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে না রাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক প্রস্তাবিত সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে না রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় একাডেমিক কাউন্সিলের জরুরি সভা শেষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আব্দুস সোবহান।

এ বিষয়ে একাডেমিক কাউন্সিলের সদস্য ড. মুহা. আশরাফুল ইসলাম খান বলেন, প্রশ্নের মান ও পরীক্ষার নিরাপত্তার কথা বিবেচনা করেই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। সমন্বিত ভর্তি পরীক্ষা হলে প্রশ্ন ফাঁসের একটা আশংকা থাকে। তাই সার্বিক দিক বিবেচনা করে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।

এ বিষয়ে একাডেমিক কাউন্সিলের আরেক সদস্য আরবি বিভাগের অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসুদ বলেন, মেডিকেলগুলোর যেমন একসঙ্গে পরীক্ষা হয় সেভাবে বিশ্ববিদ্যালয়গুলো একসঙ্গে পরীক্ষা নিতে পারে। সে ক্ষেত্রে ১৯৭৩-এর অ্যাক্ট অনুযায়ী চলা বিশ্ববিদ্যালয়গুলো, রুয়েট, বুয়েট আবার কৃষি বিশ্ববিদ্যালয়গুলো একসঙ্গে পরীক্ষা নিতে পারে। তাই বিকল্প পদ্ধতি চিন্তার জন্য মত দিয়েছি।

এ সম্পর্কে বিশ্ববিদ্যালয় উপাচার্য এম আব্দুস সোবহান বলেন, কেন্দ্রীয়ভাবে সমন্বিত ভর্তি পরীক্ষার কথা থাকলেও আমরা এবার সেখানে অংশগ্রহণ করছি না। মূলত একাডেমিক কাউন্সিলের সদস্যদের মতামতের মাধ্যমেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। ইউজিসির সভায় যে বিষয় আলোচনা করা হয়েছিল তা আমি একাডেমিক কাউন্সিলের সভায় তুলে ধরি। পরবর্তী সময়ে কাউন্সিলের সদস্যরা ইউজিসির সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করেন।

এর আগে ১৯ ফেব্রুয়ারি (বুধবার) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) একাডেমিক কাউন্সিলের সভায় সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ