নুরুদ্দীন তাসলিম।।
সৌদী আরবের অর্থনৈতিক, বাণিজ্যিক ও পর্যটন কেন্দ্র জেদ্দা শহরের কাবেল শহরকে ওই অঞ্চলের মিনা বাজার বলা হচ্ছে এখন।
বিলাসী জীবনের বৈচিত্রময় উপকরণের সমাহার সবসময় মজুদ থাকে কাবেল শহরে। বর্তমানে মানুষের নিত্যপ্রয়োজনীয় ও পছন্দের সবকিছুই হাতের নাগালে পাওয়া যায় এখানে। তাই কাবেলকে এখন বলা হয় জেদ্দার অর্থনীতির প্রাণকেন্দ্র।
স্বর্ণ-রৌপ্যের জুয়েলারি, বিভিন্ন নামীদামী দেশি-বিদেশী সুস্বাদু খাবারের রেস্টুরেন্ট, বিশ্বখ্যাত ব্রান্ডের কাপড়ের মার্কেটসহ প্রায় সব কিছুই পাওয়া যায় এ শহরে।
এছাড়াও কাবেল শহরে ক্রেতাদের সাধ্যের মধ্যেই পাওয়া যায় মনোহরী কসমেটিকস প্রসাধনী ।বাচ্চাদের খেলনা সামগ্রীও বেশ সস্তা এখানে। কাবেল শহরকে এক সময় দুর্ভিক্ষের শহর বলা হলেও এখন তা জেদ্দার গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। বর্তমানে এখান থেকে সৌদীর বাৎসরিক আয় প্রায় ৩০ লাখ রিয়াল।
বিংশ শতাব্দীর তৃতীয় দশকে সুলাইমান কাবেল নামের এক ব্যক্তি মক্কার সম্ভ্রান্ত ব্যক্তি আলী ইবনে হুসাইন থেকে কিনে নেন এই জায়গাটি।তারপর একে বাজারের আদল দিয়ে নিজের নামের সাথে মিলিয়ে বাজারটি ‘কাবেল’ নাম দেন।যা এখন সে নামেই পরিচিত।
ঐতিহাসিক জেদ্দা শহরের কাবেল এখন বাণিজ্যিক দিক বিবেচানায় খুব গুরুত্বপূর্ণ।জেদ্দা শহরের জেলা প্রশাসক মাহদুম আল বাকির ভাষ্যমতে জেদ্দা শহরের উন্নয়নের সাথে এখন কাবেলের উন্নয়ন কাজও চলবে এক সাথে। তাই জেদ্দা ও কাবেল শহরের উন্নয়ন খাতে সৌদী সরকার যৌথ বাজেট নির্ধারণ করেছেন ৫৭ মিলিয়ন ডলার। পুরাতন হজ রোডটি কাবেল শহরের পাশে হওয়ায় বর্তমানে এর গুরুত্ব আরো বেড়েছে।
আল আরাবিয়া অবলম্বনে নুরুদ্দীন তাসলিম
-এটি