ডুয়েট প্রতিনিধি: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষক সমিতির নির্বাচন-২০২০ এ সভাপতি পদে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহা. কামাল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও আইআইসিটির পরিচালক ড. মুহা. ওবায়দুর রহমান নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) শিক্ষক সমিতির ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির নির্বাচনের ফল প্রকাশ করা হয়।
কমিটির অন্যান্য পদের মধ্যে সহসভাপতি পদে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল সালাম, যুগ্ম সম্পাদক পদে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ ওয়াসিম দেওয়ান; কোষাধ্যক্ষ পদে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মোস্তাকুর রহমান; সাংস্কৃতিক সম্পাদক পদে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক খাজা ইমরান মাসুদ; ক্রীড়া সম্পাদক পদে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক শাহাব উদ্দিন; মহিলা সম্পাদক পদে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাসুমা আক্তার নির্বাচিত হয়েছেন।
এছাড়াও সদস্য পদে ম্যাথমেটিকস বিভাগের অধ্যাপক ড. মুহা. আজমল হোসেন; সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. গনেশ চন্দ্র সাহা; ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহা. রাজু আহমেদ রয়েছেন। উভয়ই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে সভাপতি অধ্যাপক ড. মুহা. কামাল হোসেন সকলকে ধন্যবাদ জ্ঞাপনসহ ডুয়েট ও শিক্ষকদের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
নির্বাচন প্রক্রিয়ায় প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন- ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহা. আনওয়ারুল আবেদীন এবং সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহা. আব্দুল্লাহীল কাফি ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক রেইন ম্যান রাজা।
-এটি