রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির ফুলপুরে জমিয়তের কমিটি গঠন স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে চাই: সিইসি নাসির উদ্দীন

র‌শী‌দিয়া নূরানী মাদরাসার পুরস্কার বিতরণ ও শিক্ষা সে‌মিনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইশ‌তিয়াক সি‌দ্দিকী
হাটহাজারী প্র‌তি‌নি‌ধি

হাটহাজারী পৌরসভাস্থ আলীপুর র‌শী‌দিয়া নূরানী তালীমুল কুরআন মাদরাসার কেন্দ্রীয় সনদ পরীক্ষায় এ প্লাস পাওয়া শিক্ষার্থী‌দের পুরস্কার বিতরণ ও সাপ্তা‌হিক সে‌মিনার অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

১৭ফেব্রুয়া‌রি সোমবার সকাল ১০টায় মাদরাসা মিলনায়ত‌নে মাদরাসার‌ প্রধান উপ‌দেষ্টা মাওলানা ইউনুস এর সভাপ‌তি‌ত্বে শিক্ষা‌ সে‌মিনার শুরু হয়।

সে‌মিনা‌রে নূরানী শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা নি‌য়ে অা‌লোচনা ক‌রতে গি‌য়ে বক্তারা ব‌লেন, অাদর্শ সমাজ গঠন কর‌তে চাই‌লে, পা‌রিবা‌রিকভাবে শা‌ন্তি‌তে থাক‌তে চাই‌লে শিশু‌দের ধর্মীয় শিক্ষ‌িত কর‌তে হ‌বে। শিশু‌মনে ঈমা‌নের বীচ বপন কর‌তে হ‌বে। অার এটার অন্যতম মাধ্যম হ‌লো, নূরানী শিক্ষাব্যবস্থা। তাই অামা‌দের উ‌চিত অামা‌দের সন্তান‌কে নূরানী মাদরাসায় দি‌য়ে দী‌নি শিক্ষায় শি‌ক্ষিত করা।

মাদরাসার শিক্ষক মাওলানা সাইফুল ইসলাম ও মাওলানা ইসমাঈল এর যৌথ সঞ্চালনায় অনু‌ষ্ঠিত সেমিনা‌রে বক্তব্য রা‌খেন মাদরাসার প্রধান উপদেষ্টা ও শুরা প্রধান মাওলানা ইউনুস, বি‌শিষ্ট ব্যবসায়ী উজাইর হা‌মেদী, আলীপুর রশিদিয়া নুরানী তালীমুল কোরআন মাদরাসার প‌রিচালক, হাফেজ মাওলানা ইদরিস, সহকারী শিক্ষাপ‌রিচালক মাওলানা অাখতার হোসাইন, বাংলাবা‌ড়ি প‌রি‌চালক মাওলানা ইশ‌তিয়াক সি‌দ্দিকী, আলীপুর রহমানিয়া স্কুল এন্ড কলেজের শিক্ষক আবু রাইহান চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রমুখ।

অা‌লোচনা সভা শে‌ষে অ‌তি‌থিদের মাধ্য‌মে কেন্দ্রীয় সনদ পরীক্ষায় এ প্লাস পাওয়া শিক্ষার্থী‌দের হা‌তে পুরস্কার তু‌লে দেয়া হয়।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ