মুহাম্মদ ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি
হাটহাজারী পৌরসভাস্থ আলীপুর রশীদিয়া নূরানী তালীমুল কুরআন মাদরাসার কেন্দ্রীয় সনদ পরীক্ষায় এ প্লাস পাওয়া শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও সাপ্তাহিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
১৭ফেব্রুয়ারি সোমবার সকাল ১০টায় মাদরাসা মিলনায়তনে মাদরাসার প্রধান উপদেষ্টা মাওলানা ইউনুস এর সভাপতিত্বে শিক্ষা সেমিনার শুরু হয়।
সেমিনারে নূরানী শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে অালোচনা করতে গিয়ে বক্তারা বলেন, অাদর্শ সমাজ গঠন করতে চাইলে, পারিবারিকভাবে শান্তিতে থাকতে চাইলে শিশুদের ধর্মীয় শিক্ষিত করতে হবে। শিশুমনে ঈমানের বীচ বপন করতে হবে। অার এটার অন্যতম মাধ্যম হলো, নূরানী শিক্ষাব্যবস্থা। তাই অামাদের উচিত অামাদের সন্তানকে নূরানী মাদরাসায় দিয়ে দীনি শিক্ষায় শিক্ষিত করা।
মাদরাসার শিক্ষক মাওলানা সাইফুল ইসলাম ও মাওলানা ইসমাঈল এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন মাদরাসার প্রধান উপদেষ্টা ও শুরা প্রধান মাওলানা ইউনুস, বিশিষ্ট ব্যবসায়ী উজাইর হামেদী, আলীপুর রশিদিয়া নুরানী তালীমুল কোরআন মাদরাসার পরিচালক, হাফেজ মাওলানা ইদরিস, সহকারী শিক্ষাপরিচালক মাওলানা অাখতার হোসাইন, বাংলাবাড়ি পরিচালক মাওলানা ইশতিয়াক সিদ্দিকী, আলীপুর রহমানিয়া স্কুল এন্ড কলেজের শিক্ষক আবু রাইহান চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রমুখ।
অালোচনা সভা শেষে অতিথিদের মাধ্যমে কেন্দ্রীয় সনদ পরীক্ষায় এ প্লাস পাওয়া শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
আরএম/