আওয়ার ইসলাম: রাজধানীর যাত্রাবাড়ির সামাদ নগরের দারুল উলুম রহমানিয়া মাদরাসায় নূরানী, নাজেরা, হিফজ রিভিশন ও কিতাব বিভাগে ভর্তি চলছে। ছাত্রদের একজন যোগ্য নায়েবে নবী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আরবির পাশাপাশি স্কুলশিক্ষা প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত রয়েছে।
মেয়েদের জন্য রয়েছে আলাদা হেফজ বিভাগ, যা সম্পূর্ণ অনাবাসিক। রয়েছে বয়স্কদের জন্য কুরআন শিক্ষার ব্যবস্থা এবং আত্মশুদ্ধির জন্য সাপ্তাহিক-মাসিক ইসলাহি মজলিস।
উন্নত পরিবেশ, মানসম্মত খাবার, নিরাপত্তার সুব্যবস্থা, অমনোযােগী ও প্রবাসীর সন্তানের দায়িত্ব গ্রহণ, আন্তর্জাতিক কারী ও কাতারের প্রসিদ্ধ ইমামদের মাধ্যমে সরাসরি মশকের ব্যবস্থা, বালিকা শাখায় সম্পূর্ণ শরয়ী পর্দার ব্যবস্থা ও শিক্ষিকা দ্বারা পরিচালিত, কুরআন হিফজের পাশাপাশি পিএসসি, জিএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ ইত্যাদি সুবিধা থাকছে দীনি এ প্রতিষ্ঠানটিতে।
দারুল উলুম রহমানিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আরিফুল ইসলাম জানান, কওমি মাদরাসা ও স্কুলের সিলেবাসকে সমন্বয় করে একঝাঁক আল্লাহপ্রেমী মানুষ গড়ার লক্ষ্যে আমরা কাজ করে চলেছি। মুফতি এনায়েতুল্লাহ কাসেমীর তত্ত্বাবধানে তিন বছর ধরে প্রতিষ্ঠানটি সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছে।
পড়ালেখার মানের পাশাপাশি দীনি সকল বিষয়ে ছাত্রদের মন ও মননকে শক্তিশালী করার প্রত্যয় নিয়েই এগিয়ে চলছি আমরা। অভিভাবকদের বলব, আপনারা আসুন এবং আমাদের প্রতিষ্ঠানটি দেখুন। আশা করছি, আমাদের মাদরাসাটি সকলের পছন্দের তালিকায় শীর্ষে থাকবে।
ভর্তির জন্য যোগাযোগ : ১৯৯/২৯, পশ্চিম সামাদ নগর, হাজী কামাল সাহেবের বাড়ী, কাজলারপাড়, যাত্রাবাড়ী, ঢাকা। মােবাঃ ০১৭২৬৭৩৮২১০, ০১৬৩৪২৪২৬৪৪।
আরএম/