রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির

হাটহাজারিতে বেফাকের বৈঠক কাল; মনোনীত হতে পারে হাইয়ার কো চেয়ারম্যান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ ।।

চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসায় কাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বৈঠকে বসছে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া’-এর মজলিসে আমেলা। সাম্প্রতিক সব ইস্যু নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকটি সকাল ১০টায় শুরু হবে বলে জানা গেছে।

বেফাক সূত্রে জানা যায়, নানা ইস্যুতে গুরুত্বপূর্ণ বৈঠকটির সভাপতিত্ব করবেন বেফাকের সভাপতি আল্লামা শাহ আহমদ শফী। উপস্থিত থাকবেন বেফাকের আমেলার সব সদস্য।

কওমি মাদরাসার নতুন নেসাবে তালিম (পাঠ্যক্রম), গঠনতন্ত্র, অডিট রিপোর্টসহ সাম্প্রতিক বিভিন্ন ইস্যু এ বৈঠকে গুরুত্ব পাবে। তবে সব ছাপিয়ে সদ্য প্রয়াত হওয়া আল্লামা আশরাফ আলী রহ. ও আল্লামা আযহার আলী আনোয়ার শাহ রহ. এবং তাদের শূন্যস্থান পূর্ণতার বিষয়টি মূখ্য আলোচনা হতে পারে বলে জানিয়েছে একাধিক সূত্র।

বৈঠক ও আলোচ্য বিষয়ে বেফাকের সহ-সভাপতি ও গহরপুর জামিয়ার প্রিন্সিপাল মাওলানা মুসলেহুদ্দীন রাজু টেলিফোনে আওয়ার ইসলামকে বলেন, আগামীকাল বেফাকের আমেলার নিয়মতান্ত্রিক একটি বৈঠক যা আগে থেকেই হয়ে আসছে ধারাবাহিকভাবে। এ বৈঠকের এজেন্ডা আগেই নির্ধারিত।

প্রসঙ্গত, কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি ‘আল হাইয়াতুল উলইয়ার লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’-এর প্রতিষ্ঠালগ্ন থেকেই সংস্থাটির কো-চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন আল্লামা আশরাফ আলী রহ.। বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সিনিয়র সহ-সভাপতি হিসেবেও সুনাম অর্জন করেছিলেন তিনি। গত ৩১ ডিসেম্বর ইন্তেকাল করেন আল্লামা আশরাফ আলী রহ.।

বিশিষ্ট এ আলেমদীন ও শায়খুল হাদিসের মৃত্যুর পর বেফাক, হাইয়াতুল উলইয়া অভিভাবকশূন্য হয়ে পড়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটির ভেতরে ও বাইরে একটিই প্রশ্ন, কে হচ্ছেন আল্লামা আশরাফ আলী রহ.-এর উত্তরাধিকার। আল্লামা আশরাফ আলী রহ.-এর একাধিক দায়িত্বের মধ্য থেকে সবচে’ বেশি আলোচনায় রয়েছে আল হাইয়াতুল উলইয়ার লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’-এর কো চেয়ারম্যানের পদ।

হাইয়াতুল উলইয়ার একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, যে কেউ কো চেয়ারম্যান পদে দায়িত্ব পেতে তাকে বেফাকের সিনিয়র সহ-সভাপতি হতে হবে, এমনটা হাইয়াতুল উলইয়ার গঠনতন্ত্রে উল্লেখ আছে। সুতরাং, বেফাকের সিনিয়র সহ-সভাপতি ও হাইয়াতুল উলইয়ার কো চেয়ারম্যান একজনকেই করা হবে। বেফাকের সিনিয়র সহ-সভাপতি যিনিই হবেন, তিনিই আল্লামা আশরাফ আলী রহ.-এর হাইয়াতুল উলইয়ার দায়িত্বভার গ্রহণ করবেন।

এসব কারণে আগামীকাল অনুষ্ঠিতব্য হাটহাজারী মাদরাসায় বেফাকের মজলিসে আমেলার বৈঠকে বেফাকের সিনিয়র সহ-সভাপতি বা হাইয়াতুল উলইয়ার কো চেয়ারম্যান বানানো হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ