রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির

ডাকসুর বরাদ্ধের এক টাকাও তুলতে পারেননি ভিপি নুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বার্ষিক বাজেটে ভিপির জন্যে বরাদ্ধ থাকা পাঁচ লাখ টাকার এক টাকাও তুলতে পারেননি নুরুল হক।

ডাকসু ভিপির অভিযোগ, সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানী ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সাদ্দাম হোসেনের প্রভাবের কারণেই তিনি টাকা তুলতে পারেননি। তবে এমন অভিযোগ উড়িয়ে দিয়েছেন জিএস ও এজিএস।

ডাকসুর বার্ষিক বাজেট ১ কোটি ৮৯ লাখ টাকা। গত শনিবার কমিটির কার্যনির্বাহী সভায় সংগঠনের প্রশাসনিক শাখা ৯ মাসের ব্যয়ের হিসাব প্রকাশ করে। সেখানে দেখা যায়, ৯ মাসে বরাদ্দকৃত বাজেট থেকে মোট ৮৩ লাখ ৫১ হাজার ৩০৪ টাকা উত্তোলন করা হয়েছে। এসব টাকা উত্তোলন করেছেন ডাকসুর ২৫টি পদে থাকা নেতারা। কিন্তু সে তালিকায় ভিপি নুরলের নাম নেই।

এ বিষয়ে ভিপি নুরুল বলেন, গত ৯ মাসে ৩টি চিঠির মাধ্যমে সর্বমোট ৪০ হাজার টাকা উত্তোলনের জন্য আবেদন করেন। যার মধ্যে ১০ হাজার ছিলো কবি সুফিয়া কামাল হলের ছাত্রীদের র‌্যাগ ডে উদযাপনের জন্য, একজন অ্যাথলেটকে একটি রেসিং সাইকেল কিনে দেয়ার জন্য ১০ হাজার এবং শিক্ষাসফরে বরাদ্দের জন্য আরও ২০ হাজার টাকা। কিন্তু একটি আবেদনও গৃহীত হয়নি। ডাকসু জিএস ও এজিএস তাকে এ বিষয়ে অসহযোগিতা করেছেন। বিভিন্ন সূত্রে তিনি জানতে পেরেছেন জিএস ও এজিএসের প্রভাবের কারণেই তার আবেদন গৃহীত হয়নি।

ডাকসুর কোষাধ্যক্ষের দায়িত্বে থাকা ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম বলেন, ডাকসু ভিপি টাকা চেয়ে টাকা পাননি এমন ঘটনা তার জানা নেই। তবে এক ছাত্রীকে রেসিং সাইকেল কিনে দেয়ার জন্য ১০ হাজার টাকা চেয়েছিলেন তিনি। বিষয়টি তার ব্যক্তিগত ব্যাপার তাই তাকে টাকা প্রদান করা হয়নি। কারণ ডাকসুর টাকা শিক্ষার্থীদের সামগ্রিক কল্যাণে ব্যয় হবে, কারো ব্যাক্তিগত স্বার্থে নয়।

ভিপি নুরুলের অভিযোগ উড়িয়ে দিয়ে ডাকসুর এজিএস ও ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন বলেন, তার অভিযোগ শিশুসুলভ আচরণ ছাড়া আর কিছু নয়।

যারা টাকা উত্তোলন করেছেন

ডাকসু প্রতিনিধির মধ্যে ক্রীড়া সম্পাদক শাকিল আহমেদ উত্তোলন করেছেন ১৯ লাখ ৮১ হাজার টাকা, সাহিত্য সম্পাদক মাজহারুল কবির ১৩ লাখ ৭১ হাজার ৮৩৪ টাকা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহরিমা তানজিন ৬ লাখ ৭১ হাজার ৯০০ টাকা, স্বাধীনতাসংগ্রাম ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী ৭ লাখ ৮২ হাজার ১২০ টাকা, সংস্কৃতি সম্পাদক আসিফ তালুকদার ১২ লাখ ৬৫ হাজার টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আরিফ ইবনে আলী ৯ লাখ ৯৯ হাজার টাকা, সমাজসেবা সম্পাদক আখতার হোসেন ৪ লাখ ৫০ হাজার টাকা এবং ছাত্র পরিবহন সম্পাদক শামস-ঈ-নোমান ৫৮ হাজার ৭০০ টাকা।

এছাড়া সদস্যদের মধ্যে তানভীর হাসান ৯০ হাজার টাকা, রাকিবুল হাসান ৬১ হাজার ৭০০ টাকা, রাইসা নাসের ৭৪ হাজার ৫০ টাকা, রকিবুল ইসলাম ২ লাখ ২০ হাজার টাকা, মুহা. মাহমুদুল হাসান ৯৪ হাজার ৫০০ টাকা, রফিকুল ইসলাম ৩০ হাজার টাকা, ফরিদা পারভীন ৬১ হাজার ৫০০ টাকা, সাইফুল ইসলাম ১ লাখ টাকা এবং যোশীয় সাংমা ৪০ হাজার টাকা উত্তোলন করেছেন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ