আওয়ার ইসলাম: মাত্র ১৫০ দিনে হাফেজ হলেন মারকাযু শাইখিল ইসলাম আল মাদানী ঢাকার বয়স্ক হিফজুল কুরআন বিভাগের ছাত্র মাওলানা নাঈম আহমদ।
মাদরাসা সূত্রে জানা যায়, গত ৫ ফেব্রুয়ারি মাত্র ১৫০ দিনে হিফজ সম্পন্ন করে নাঈম আহমদ। তিনি গত বছর মুসলিম বাজার মাদরাসা থেকে দাওরায়ে হাদিস শেষ করেছেন।
জানা যায়, শিক্ষা প্রতিষ্ঠানটিতে বিগত দুই বছর ধরে এ বিভাগের এ কার্যক্রম চলছে। গত শিক্ষা বর্ষে ১ বছরে এ বিভাগ থেকে ৫ জন কুরআন হিফজ সম্পন্ন করে। এ বিভাগ থেকে আগামী দু’এক সপ্তাহে আরও ২ জন কুরআন হিফজ সম্পন্ন করবে। এ বিভাগে চলতি বর্ষে ১০ জন ছাত্র অধ্যয়নরত আছে।
মারকাযু শাইখিল ইসলাম আল মাদানী ঢাকা প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা আব্দুল আলীম বলেন, যারা সময় সল্পতায় বা অবহেলায় ছোটবেলায় হাফেজ হবার সুযোগ পাইনি, বড় হয়েও এই সৌভাগ্য অর্জনের পিপাসা যাদের রয়েছে তাদের জন্য খুব সহজে সল্প সময়ে কুরআন হিফজ করার জন্য এই বিভাগ। মারকাযের দুই জন দক্ষ হাফেজ এই বিভাগে একনিষ্ঠতার সাথে পাঠদান করেন।
বয়স্ক হিফজ বিভাগে ভর্তি যোগ্যতা : ১. তিলাওয়াত বিশুদ্ধ হওয়া ২. কাফিয়া বা উপরের ক্লাসের ছাত্র হওয়া/তাকমীল সম্পন্নকারীদের অগ্রাধিকার।
আরএম/