রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির

নিজ পরিচয়ে কাদিয়ানীরা দেশে থাকতে সমস্যা নেই : আল্লামা আহমদ শফি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাদিয়ানী সম্প্রদায় ভিন্নধর্মাবলম্বীদের মত নিজ পরিচয়ে এ দেশে থাকতে পারবে এবং এতে কোন সমস্যা নেই বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, চট্টগ্রামের মইনুল ইসলাম হাটহাজারি মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী।

তিনি বলেন, গোলাম আহমদ কাদিয়ানি কাফির। তার অনুসারিরাও কাফির তথা অমুসলিম। কাদিয়ানিরা এদেশে থাকতে কোন সমস্যা নেই। তবে তারা ভিন্নধর্মাবলম্বী তথা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের মত আপন পরিচয়ে থাকবে। মুসলিম পরিচয় দিয়ে নয়।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত আটটায় হবিগঞ্জ জামিয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগরের বার্ষিক সভা উপলক্ষে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সভায় শিক্ষার্থীদের মোবাইল থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে হেফাজত আমীর বলেন, মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে বিভিন্ন খারাপ দিকে আকৃষ্ট হচ্ছে শিক্ষার্থীরা। তাই তাদেরকে মোবাইল ফোন থেকে দূরে থাকতে হবে।

তিনি আরও বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি সহ-শিক্ষা গ্রহণ করা উচিত। ছাত্রছাত্রীকে শালীনতা বজায় রেখে কাপড়-চোপড় পরতে হবে।

শায়েখ আল্লামা আব্দুল মুমিনের সভাপতিত্বে ও মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মাসরুল হকের পরিচালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন মাওলানা সাজিদুর রহমান, মাওলানা এমদাদুল হক, আশরাফ আলী হরষপুরী, মাওলানা আব্দুল খালিক চলিততালী, মাওলানা আব্দুস সহিদ গুলমুকাপনী প্রমুখ।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ