মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় আল জামিয়া আল ইসলামিয়া (জমিরিয়া কাসেমুল উলুম মাদরাসা) পটিয়ার দুই দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) বাদে জোহর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়ে শুক্রবার (০৭ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় জামিয়ার পরিচালক আল্লামা মুফতি আব্দুল হালিম বোখারীর সমাপনী বক্তৃতা ও মুনাজাতের মাধ্যমে সম্পন্ন হয় মহতি এ মজলিস।
এবারের আন্তর্জাতিক সম্মেলনে বিদেশী অতিথি উপস্থিত ছিলেন, দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি আল্লামা মুফতি হাবিবুর রহমান খায়রাবাদী, সহকারী মুহতামিম আল্লামা আব্দুল খালেক চম্বলী, সিনিয়র মুহাদ্দিস আল্লামা সালমান বিজনুরী কাসেমী নকশবন্দী, ইলামিক ফিকাহ্ একাডেমী ভারতের সাধারণ সম্পাদক আল্লামা মুফতি ওবায়দুল্লাহ আস'আদী বান্দভী, মাওলানা ডক্টর. ইয়াছির নদিম আল-ওয়াজেদী আমেরিকা। অল-ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ‘ল’ বোর্ড ভারত এর সদস্য মাওলানা আবু তালিব রহমানী।
জামিয়ার শিক্ষক মাওলানা আকতার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিতব্য সম্মেলনে দেশীয় আলেমদের মধ্যে বক্তৃতা করেন, জিরি মাদরাসার মুহতামিম মাওলানা শাহ মুহাম্মদ তৈয়্যব, পটিয়া মাদরাসার প্রধান মুফতি ও মুহাদ্দিস মুফতি আল্লাম্ হাফেজ আহমদ উল্লাহ, ঢাকা বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের মুহতামিম মাওলানা মুফতি আরশাদ রহমানী, লেখক ও গবেষক অধ্যাপক মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন, মাওলানা আবদুল বাসেত খান সিরাজগঞ্জ, মাওলানা সাঈদুল আলম আরমানী, মাওলানা শামসুল ইসলাম, মাওলানা ওবাইদুল্লাহ হামযাহ, মাওলানা যাকারিয়া আল-আযহারী, মাওলানা জাহেদুল্লাহ ইউনুস, মাওলানা আব্দুর রহীম বোখারী, মাওলানা আব্দুল হক, মাওলানা হাফিজুর রহমান সিদ্দীকি কুয়াকাটা, মাওলানা আবু বকর বাঁশখালী, মাওলানা হাবিবুল ওয়াহেদ প্রমুখ।
এছাড়া বাংলাদেশ সরকারের বিভিন্ন কর্মকর্তা, দেশের বিভিন্ন অঞ্চলের হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান, ইসলামি চিন্তাবিদ, লেখক, গবেষক, টিভি চ্যানেল ও অনলাইন- প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আরএম/