রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির

৫ দফা দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্র ঐক্য পরিষদের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহা.মুনাইম মুন্সী জুয়েল: জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনসহ শিক্ষা পদ্ধতি সংস্কারের ৫ দাবিতে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় ‘জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্র ঐক্য পরিষদ’ ঢাকার শাহবাগে মানববন্ধনের আয়োজন করেছে। একই সাথে দেশের প্রতিটি কলেজ, জেলা ও বিভাগীয় শহরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্র ঐক্য পরিষদের ৫ দফা দাবি: ১. প্রতিবছর নিয়মতান্ত্রিক ভাবে সমাবর্তন আয়োজন করতে হবে৷ ২. কলেজগুলোতে সরকার নির্ধারিত ফি এর অতিরিক্ত আদায় করা যাবে না। ৩. সকল বিভাগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক ব্যবহারিক কোর্স চালু এবং গবেষণাগার প্রতিষ্ঠা করতে হবে।

৪. মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষক ও ক্লাসরুম সংকট দুর করতে হবে। ৫. কলেজগুলোকে শুধু সনদ প্রাপ্তির কেন্দ্র না করে সংস্কারের মাধ্যমে কর্মমুখী শিক্ষা পদ্ধতি চালু করতে হবে৷

মানববন্ধনে উপস্থিত ছিলেন- সংগঠনের আহ্বায়ক মিনা আল আমিন, যুগ্ম আহ্বায়ক মোল্লা রহমাতুল্লাহ, সাব্বির রহমান, সুবেহ সাদিক, আহমদ সৈকত, শাহ মুহাম্মদ সাগরসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীলরা।

এছাড়াও মানববন্ধনে ঢাকা ও এর আশেপাশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে।

এর আগে ২৫ জানুয়ারি শাহবাগে মানববন্ধন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্র ঐক্য পরিষদ এবং ২৬ জানুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনসহ ৫ দফা দাবিতে উপাচার্য ও রেজিষ্টারকে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ