রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির

মাত্র ১৫ দিনে বৈজ্ঞানিক পদ্ধতিতে ইংরেজি শিক্ষা কোর্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মু. আতাউর রহমান আলমপুরী ।।

মাত্র ১৫দিনে ইংরেজি শেখার শ্রেষ্ঠ বৈজ্ঞানিক পদ্ধতি আবিষ্কার করে ব্যাপক খ্যাতি অর্জন করেছেন অধ্যাপক মাওলানা মানফুজুর রহমান। তার দীর্ঘদিনের গবেষণার ফসল 'মানফুজুর'স স্পোকেন ইংলিশ কোর্স'। উক্ত কোর্সে অংশগ্রহণ করে বিভিন্ন স্তরের শিক্ষার্থী ও প্রবাসীরা মাত্র ১৫ দিনে অনর্গল ইংরেজিতে কথা বলা শিখেছেন।

এমনকি অনেক মাদরাসার শিক্ষার্থী, যারা আগে কখনো ইংরেজি পড়েনি, তারাও মাত্র ১৫ দিনের কোর্সে অংশগ্রহণ করে অনর্গল ইংরেজিতে লেকচার ও একে অপরের সঙ্গে ইংরেজিতে কথা বলতে সক্ষম হয়েছে।

কোর্সটির পরিচালক অধ্যাপক মাওলানা মানফুজুর রহমান আওয়ার ইসলামকে বলেন, স্বল্প মেয়াদি এ কোর্সে অংশগ্রহণ করে সর্বস্তরের যে কেউ মাত্র ১৫ দিনে স্পোকেন ও গ্রামার শিখতে পারবেন, তবে শর্ত হলো আবাসিকে অবস্থান করে দৈনিক ১৬ ঘণ্টা লিখে ও মুখে মুখে উচ্চারণ করার মাধ্যমে ক্লাস করতে হবে।

অধ্যাপক মাওলানা মানফুজুর রহমান আরো বলেন, যে সমস্ত শিক্ষার্থী বিভিন্ন ইংলিশ কোর্সে ভর্তি হয়ে নির্দিষ্ট সময়ে নিষ্ফল হয়েছেন, তারা একবারের জন্য হলেও আমাদের M@nfujur's spoken English কোর্সে অংশগ্রহণ করুন, আশা করি ব্যর্থ হবেন না।

অনেকে ১২ বছর স্কুল -কলেজে পড়েও ইংরেজিতে লিখতে ও বলতে পারে না কিন্তু ১৫ দিনে বিশাল এ কাজ কিভাবে সম্ভব-এ প্রশ্নের জবাবে অধ্যাপক মাওলানা মানফুজুর রহমান বলেন, এখানে ১৫ দিন বলতে ১৫ ঘন্টা লেখা-পড়াকে বুঝানো হয়নি, বরং ১৫ দিন ×১৬ ঘন্টা =২৪০ ঘন্টা ÷ ৩০ দিন = ৮ মাস। সুতরাং ৮ মাসের লেখা-পড়া মাত্র ১৫ দিনে শেখানো হয়।

অতএব, একটি বিষয় এক মনে এক ধ্যানে লাগাতার চর্চা করলে সর্বস্তরের যে কেউ মাত্র ১৫ দিনে English Spoken & Grammar শিখতে পারবেন, শর্ত একটাই দৈনিক ১৬ ঘন্টা মুখে মুখে উচ্চারণ করে ও লিখে চর্চা করতে হবে।

এই কোর্সের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে আরবির আদলে ক্লাসের পড়া ক্লাসেই শিখেয়ে দেওয়া হয়। যথাযথ নিয়মে কোর্স শেষ করার পর একজন শিক্ষার্থী ইংলিশ Reading, Writing, Speaking, Phonetic & Grammatical Skills -এ নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়।

সার্বিক যোগাযোগঃ গ্লোবাল কওমি এডুকেশন ইনস্টিটিউট,ঢাকা - "M@nfujur's spoken English। ০১৭২২৪৭৬১৬০।

বছরব্যাপী কোর্স সমুহের সময়সূচি- ১ম কোর্সঃ ১ শা'বান-১৫ শাবান /২৬ মার্চ-৯ এপ্রিল ২০২০, ২য় কোর্সঃ ১৫ শা'বান- ৩০ শা'বান/৯ এপ্রিল -২৩ এপ্রিল ২০২০, ৩য় কোর্সঃ ১ রমজান থেকে ১৫ রমজান /২৪ এপ্রিল -৮ মে ২০২০, ৪র্থ কোর্সঃ ১৬ রমজান -৩০ রমজান /৯ মে - ২৩ মে ২০২০।  এছাড়া দুই ঈদের বন্ধে ও কওমি মাদরাসার ১ম ও ২য় সাময়িক পরিক্ষার পর ১০ দিনব্যাপী কোর্সটিও চলমান।

বিশেষ দ্রষ্টব্য: কোর্স শেষে বিশেষ সার্টিফিকেটসহ অংশ গ্রহণকারীদেরকে পুরস্কার প্রদান করা হবে।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ