আওয়ার ইসলাম: একাধিক এজেন্ডা নিয়ে বৈঠকে বসছে কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের পরীক্ষা পরীক্ষা নিয়ন্ত্রক উপ-কমিটি।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মতিঝিলে সংস্থাটির কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ৯টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের দপ্তর সম্পাদক মাওলানা অসিসউর রহমান আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কালকের বৈঠকে পরীক্ষা উপ-কমিটির ১২ জন সদস্য উপস্থিত থাকবেন। মারকাজ নির্ধারণের জন্য সুপারিশ ও খসড়া তৈরি, পরীক্ষার খাতা দেখার নতুন নিয়ম বাস্তবায়নে আলোচনা ও স্থান নির্ধারণ এবং পরীক্ষা বিষয়ক একাধিক এজেন্ডা নিয়ে এ বৈঠকে আলোচনা হবে।
বৈঠকে হাইয়াতুল উলইয়া থেকে ১জন, বেফাক থেকে ৬জন এবং অন্য ৫ বোর্ড থেকে ১জন হারে পরীক্ষা উপ-কমিটির মোট ১২ জন উপস্থিত থাকবেন।
আরএম/