ডুয়েট প্রতিনিধি: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) অফিসিয়াল ওয়েবসাইট হ্যাক করা হয়েছিল। পরবর্তীকালে তা দ্রুততম সময়ে (রিকোভার) উদ্ধার করা হয়।
শনিবার (২৫ জানুয়ারি) বিকেল ৩ টার দিকে ‘ইন্ডিয়ান সাইবার রিসার্চ অ্যান্ড এমপাওয়ার উইং’ নামে একটি হ্যাকার গ্রুপ হ্যাক করে বলে দাবি করে। ডুয়েটের অফিসিয়াল ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি পোস্ট দেয়া হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের অ্যাসিসট্যান্ট প্রোগ্রামার সুলাইমান আহমেদ (হীরা)। তিনি জানান, কিছুক্ষণের জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট একটি হ্যাকার টিম হ্যাক করেছিল। তবে আমরা রিকোভার করতে সক্ষম হয়েছি। আমাদের বিডিরেনের একটি সার্ভারে সমস্যা হয়েছিল। আমাদের ওয়েবসাইটসহ বাংলাদেশের কয়েক ওয়েবসাইট একই সঙ্গে হ্যাক করা হয়েছে।
-এএ