রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির

'এমপিভুক্ত মাদরাসার শিক্ষকদের একাউন্টে বেতন পাঠানো হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদরাসা শিক্ষা অধিদপ্তরের (মাশিঅ) মহাপরিচালক সফিউদ্দিন আহমদ বলেছেন, লেখাপড়ার পাশাপাশি নৈতিক শিক্ষা ও আধুনিক বিজ্ঞানের জ্ঞান সম্পর্কে ধারণা থাকা খুবই প্রয়োজন, কুরআন থেকে জ্ঞান আহরণ করে মানুষ চাঁদ, নক্ষত্র, নতুন নতুন গ্রহ আবিস্কার করেছে। পৃথিবীর মানুষ আজ জ্ঞান-বিজ্ঞান দিয়ে বহু আধুনিক যন্ত্রপাতি আবিস্কার করেছে, আগামীতে আরো এগিয়ে যাবে।

শনিবার (২৫ জানুয়ারি) ফতুল্লা রওজাতুস সালিহীন আলিম মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী এবং দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সফিউদ্দিন আহমদ বলেন, এমপিও ভুক্ত মাদরাসা শিক্ষকদের ভোগান্তি কমিয়ে একই দিনের মধ্যে বেতন দিতে পদক্ষেপ নিয়েছে শিক্ষামন্ত্রণালয়। মাদরাসা বোর্ডের অধিনে এমপিও ভুক্ত শিক্ষকদের যার যার একাউন্টে বেতন পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মাদরাসার মোতাওয়াল্লী হোযায়েফ আল মাহমুদের সভাপতিত্ব অনুষ্ঠানটিতে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন- বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ মুহা. শাহজাহান আলম সাজু।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামীক ষ্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আ.ন.ম রফিকুর রহমান মাদানী। নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসার মুহা. শরিফুল ইসলাম, স্বাধীনতা মাদরাসা শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মুহা. নজরুল ইসলাম, মাদরাসা গভর্ণিংবডির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মমিনুল ইসলাম, মাওলানা মাহবুবুর রহমান প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ