আওয়ার ইসলাম: ভারতের ৭১তম প্রজাতন্ত্র দিবস রোববার (২৬ জানুয়ারি)। এ উপলক্ষে দেশটির ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
আজ শনিবার (২৫) জানুয়ারি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দেওবন্দ কর্তৃপক্ষ। খবর দেওবন্দ মিডিয়ার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ২৬শে জানুয়ারি ২০২০ রোজ সোমবার সকাল ৯ টায় দারুল উলুম দেওবন্দের শাইখুল হিন্দ (আযমী মঞ্জিল) মঞ্জিলের সামনে এক শান্তিপূর্ণ সভা অনুষ্ঠিত হবে।’
দেওবন্দের মুহতামি মুফতি আবুল কাসেম নোমানী এ সভা উদ্বোধন করবেন। দেওবন্দের শিক্ষক মাওলানা সালমান ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করবেন।
মাদরাসর উস্তাদ, কর্মচারী ও ছাত্রদের এ অনুষ্ঠানে উপস্থিত থাকতে বলা হয় ওই বিজ্ঞপ্তিতে।
দেওবন্দ মিডিয়া অবলম্বনে নুরুদ্দিন তাসলিম
আরএম/