রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির

সিএএ এর বিরুদ্ধে মহারাষ্ট্রের জামিয়া ইসলামিয়া ইশাআতুল উলুমের অভিনব প্রতিবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

ভারতের মহারাষ্ট্রের নানদূরবার এলাকার জামিয়া ইসলামিয়া ইশাআতুল উলুম মাদরাসার ছাত্ররা সিএএ এনআরসি এনপিআর এর বিরুদ্ধে অভিনব প্রতিবাদ করেছে।

গতকাল বুধবার তাদের অফিসিয়াল পেইজবুকে পোস্ট করা এক ছবিতে দেখা যায়, জামিয়া ইসলামিয়া ইশাআতুল উলুম মাদরাসার মাঠে ছাত্রদের জমায়েতে সুন্দর করে লেখা নো সিএএন নো এনআরসি নো এনপিআর।

Image may contain: outdoor

এদিকে সিএএ ও এনআরসি নিয়ে সারা দেশ জুড়ে বিক্ষোভের আবহে প্রতিবাদের নতুন নতুন ধরন দেখা যাচ্ছে দেশটিতে। কেরালার মৎস্যজীবীরাও অভিনব প্রতিবাদ করেছে। নৌকায় ভারতের জাতীয় পতাকা লাগিয়ে জলের মধ্যেই সিএএ ও এনআরসি-র বিরুদ্ধে প্রতিবাদ জানালেন তারা।

Image may contain: outdoor

সেই ঘটনার ভিডিয়ো ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। কোঝিকোড়ের চালিয়ম এলাকাতে গত কয়েকদিন আগে আয়োজিত হয়েছিল এ প্রতিবাদের। সেখানকার চালিয়ম জাঙ্কার জেটিতে জড়ো হয়েছিলেন মৎস্যজীবীরা। সেখান থেকে ফেরোকে পুথিয়াপালাম পর্যন্ত নৌকায় প্রতিবাদ করেন তারা। নৌকায় বসে তারা আওয়াজ তুলছিলেন, কার জায়গা? আমাদের জায়গা, কার ভারত? আমাদের ভারত।

এই প্রতিবাদের এক উদ্যোক্তা বলেছেন, ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার যা করছে তার বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ। ধর্ম নির্বিশেষে মৎসজীবীরা তাদের নৌকায় চড়ে প্রতিবাদে সামিল হয়েছিলেন।

অন্যদিকে আসাম থেকে নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) প্রতিবাদের ঢেউ ক্রমেই গোটা ভারতে ছড়িয়ে পড়ছে। এ নিয়ে সোচ্চার বিশেষত দেশটির প্রাণের দুই অঙ্গরাজ্য দিল্লি ও কলকাতা।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ